বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারকে আলাদা জেলা ঘোষণা করার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই জেলা হবে পর্যটনের জেলা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। যেমন বক্সা বন্দিশিবিরের সংস্কার, জেলা জুড়ে বায়ো-ডাইভার্সিটি পার্ক তৈরি, হোম স্টে রেজিস্ট্রেশন, গাইড প্রশিক্ষণ ইত্যাদি একাধিক বিষয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছে জেলা প্রশাসন। পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায়, বিষয়টি মুখ্যমন্ত্রীর নজর এড়ায়নি।
আরও পড়ুন-বিজেপির পঞ্চায়েতে দুর্নীতি, স্বজনপোষণ নিয়ে সরব তৃণমূল
পর্যটকদের কাছে এবার আলিপুরদুয়ারের সমস্ত পর্যটন কেন্দ্রগুলি আরও ভালভাবে তুলে ধরতে মৌ স্বাক্ষরিত হল আলিপুরদুয়ার জেলা পর্যটন সংস্থা ও ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের মধ্যে। বুধবার সন্ধ্যায় জলদাপাড়া লাগোয়া সিসমারা জঙ্গলে একটি বেসরকারি রিসর্টে ওই মৌ স্বাক্ষরিত হয়। উভয় সংস্থাই আশাবাদী, তাদের ও প্রশাসনের সহযোগিতায় এবার আলিপুরদুয়ারের পর্যটন বিশ্বের দরবারে কাছে পৌঁছে যাবে। যদিও কিছু সমস্যা রয়েছে এই মুহূর্তে বক্সা ও জয়ন্তী ঘিরে। সবাই আশাবাদী, অচিরেই মিটে যাবে সেই সমস্যা।