বালুরঘাটে উন্নয়নের সংলাপ

সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভার অন্তর্গত প্রত্যন্ত গোফানগর এলাকায় পৌঁছলেন তৃণমূল নেতৃত্বরা।

Must read

সংবাদদাতা, বালুরঘাট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প ও সরকারের কাজের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরতে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলছে ‘উন্নয়নের সংলাপ’ কর্মসূচি। সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভার অন্তর্গত প্রত্যন্ত গোফানগর এলাকায় পৌঁছলেন তৃণমূল নেতৃত্বরা।

আরও পড়ুন-মোদির আয়ুষ্মান ভারত, নাকাল হচ্ছেন রোগীরা

এদিন তপন পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় মণ্ডল, জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর, বালুরঘাট ব্লক আইএনটিটিইউসি সভাপতি রাজীব দাস-সহ দলের অন্যান্য নেতৃত্ব। এলাকার একটি মন্দিরে পুজো দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর বাড়ি বাড়ি গিয়ে প্রচার, পথসভা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মধ্য দিয়ে উন্নয়নের সংলাপ কর্মসূচি পালন করা হয়। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, রাস্তাশ্রী ও পথশ্রীর সুবিধা কীভাবে মানুষের জীবনে প্রভাব ফেলেছে, সেই বিষয়গুলি তুলে ধরা হয় এই কর্মসূচির মাধ্যমে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তাঁদের অভাব-অভিযোগ ও প্রস্তাবও শোনা হয়। এই প্রসঙ্গে, বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি মলয় মণ্ডল বলেন, তপন বিধানসভার অন্তর্গত গোফানগর এলাকায় এসে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্প ঘরে ঘরে পৌঁছে গিয়েছে।

Latest article