অপ্রকাশিত

কী বাংলা, কী হিন্দি ছবি— থ্রিলার শুনলেই দর্শক একটু নড়েচড়ে বসেন। সদ্য মুক্তি পেয়েছে পরিচালক সোহম আচার্যর সাইকো থ্রিলার ছবি ‘অপ্রকাশিত’। এক লেখকের জীবনের পরতে পরতে জড়িয়ে থাকা রহস্য-রোমাঞ্চের অপ্রকাশিত গল্পই আসবে প্রকাশ্যে। লিখছেন শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী

Must read

প্রখ্যাত সাহিত্যিক অমিত দত্ত। একজন লেখক, কলামিস্ট। তাঁর জটিল এবং আকর্ষণীয়, ক্ষুরধার লেখার জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছেন তিনি। পাঠকমহলে খুবই জনপ্রিয় অমিত। সেই নিয়ে তাঁর গর্ব কম নয়। খানিক দম্ভও রয়েছে। দু-দশকেরও বেশি সময় ধরে সাহিত্যজগতে তাঁর দারুণ প্রতিপত্তি। কিন্তু হঠাৎই সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। তাঁর ওপর অভিযোগ এল তিনি নাকি অন্যের লেখা নিজের নামে চালান। অমিতের বিরুদ্ধে এও অভিযোগ ওঠে যে, বিগত দুই দশক ধরে তাঁর যে খ্যাতি-অর্থ, সেই সবকিছুর অন্তরালেই লুকিয়ে রয়েছে নৃশংস অপরাধ। এইসব অভিযোগের মোকাবিলা করতে গিয়ে অমিত জড়িয়ে পড়েন দ্বন্দ্বে, তর্ক-বিতর্কে। ছোটখাটো হাতাহাতিও হয়ে যায় এবং পুলিশি ঝামেলাতেও পর্যন্ত জড়িয়ে যান। এরপরেই জানা যায় যে, প্রতিহিংসাবশত সাহিত্যিকের প্রাক্তন স্ত্রীও মিডিয়া গোষ্ঠীর তৈরি এই ষড়যন্ত্রে শামিল। কিন্তু ষড়যন্ত্রের মোক্ষম জবাব দেওয়ার জন্যে অমিত দত্ত কোনও উপায় খুঁজে পান না।

আরও পড়ুন-পুজোর আগে শনি ও রবিবার বাড়ছে মেট্রোর সংখ্যা

অবশেষে এক তরুণ সাংবাদিক আসেন যে কি না তার ডাইহার্ড ফ্যান। তার গল্পই নাকি সেই সাংবাদিকের বড় হয়ে ওঠার অনুপ্রেরণা। তার পরামর্শেই নিজের জীবনী প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন অমিত দত্ত। ভেবেছিলেন যে, এই জীবনী প্রকাশের মাধ্যমে হয়তো তিনি পাঠক মহলে নিজের হারিয়ে যাওয়া সম্মান আবার ফিরে পাবেন। সেই তরুণ সাংবাদিকের সামনে বসেই নিজের জীবনের সংগ্রাম থেকে শুরু করে খ্যাতি, অর্থ, পুরস্কার প্রাপ্তির ঘটনা তুলে ধরতে থাকেন সাহিত্যিক এবং তরুণটি তা নথিবদ্ধ করতে থাকেন। অবশেষে একদিন প্রকাশিত হল তাঁর জীবনী। নড়েচড়ে বসল সংবাদমাধ্যম থেকে পাঠক মহল। সাড়া পড়ে যায় চতুর্দিকে। কারণটা বুঝতে পারে অমিত। সেই জীবনী যে তাঁর আসল জীবনী নয়! ওই সাংবাদিক তাঁকে একটি খল চরিত্র হিসেবে সবার সামনে তুলে ধরেছেন।
কিন্তু কেন? এদিকে আচমকাই শিশুহত্যার অভিযোগে অমিত দত্ত গ্রেফতার হন। তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। অমিত কি পারবে এই সবকিছুর প্রতিশোধ নিতে? আর কি সম্ভব লেখক হিসেবে তাঁর খ্যাতি ফিরে পাওয়া?

আরও পড়ুন-ধৈর্য রেখে সদিচ্ছা মুখ্যমন্ত্রীর, ছক কষে আটকানো হল বৈঠক

কোন রহস্য উঠে আসে অমিত দত্তের জীবনীগ্রন্থ থেকে? মনের মধ্যে ঘোরাফেরা করে একের পর এক প্রশ্ন, কী সেগুলো? কী হয় শেষে? এই সবকিছুর উত্তর রয়েছে পরিচালক সোহম আচার্যর নতুন ছবি ‘অপ্রকাশিত’তে। সদ্য মুক্তি পেয়েছে সাইকো থ্রিলার ঘরানার এই ছবি। গল্পটা বেশ অন্যরকম। অর্ডার সাপ্লাই-এর মতো একাধিক ছোট ছবি তৈরি করলেও বড়পর্দার জন্য ছবি এই প্রথম তৈরি করলেন পরিচালক।
আসলে প্রচুর খ্যাতি, যশ— সবকিছুর অন্তরালে লুকিয়ে থাকা রহস্য, হঠাৎ করে জড়িয়ে পড়া এক চক্রান্ত— বলা যেতে পারে এক নয় একাধিক চক্রান্ত এবং বিশ্বাসঘাতকতার শিকার হতে থাকা এক লেখকের তোলপাড় হয়ে যাওয়া ব্যক্তিগত জীবনের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে ছবি ‘অপ্রকাশিত’।
ছবির টিজার মুক্তি পাবার পরেই মনে হয়েছিল ‘অপ্রকাশিত’র গল্পটা একটু রুদ্ধশ্বাস হবে। তথাকথিত বাণিজ্যিক ছবি নয় আবার সাইকো থ্রিলার ঘরানার ছবি। কিন্তু সাইকো থ্রিলার হলেও অন্যরকম। পরিচালকের মুনশিয়ানার পরিচয় রয়েছে প্রতিটা চিত্রায়ণ এবং সংলাপে। ট্রাডিশনাল বাংলা ছবির চেয়ে একটু হটকে। টিজারের শুরুতেই সেপিয়া টোনের প্রেক্ষাপটে বলতে শোনা যায় ‘আই অ্যাম দ্য ক্রিয়েটর, আই অ্যাম দি ফাইটার।’ দু-দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড, চারটে স্টেট অ্যাওয়ার্ড তিনটে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এমনি এমনি দিয়েছে? না দেয়নি। তরুণ সাংবাদিকের রোলমডেল সাহিত্যিক অমিত দত্ত। কিন্তু কী এমন ঘটল, তাঁকে কোন অন্ধকার ষড়যন্ত্রের সঙ্গে হাত মেলাতে বাধ্য করল। ষড়যন্ত্র, স্বপ্ন,পতন, হত্যার কোন খেলায় আটকা পড়লেন সাহিত্যিক। কে এই তরুণ সাংবাদিক কীই বা তাঁর উদ্দেশ্য! টিজার কিন্তু ছবিটা দেখতে যাবার সাসপেন্সটা বাড়ায়। কাজেই দর্শক যাবেন দেখতে বলাই বাহুল্য।
পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, গল্প, সংলাপ করেছেন সোহম আচার্য্য। স্বর্ণালী এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবির প্রযোজনা করেছেন স্বর্ণালী আচার্য। এই ছবির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ সাহিত্যিক অমিত দত্তের ভূমিকায় রয়েছেন অভিনেতা জয় সেনগুপ্ত এবং অপর একটি মূল চরিত্র তরুণ সাংবাদিকের ভূমিকায় আরিয়ান ভৌমিক। ভারতীয় চলচ্চিত্র, মঞ্চ অভিনেতা জয় বলিউডি সিনেমা থেকে বাংলা ছবির পাশাপাশি থিয়েটারের খুব পরিচিত মুখ। পরিচালক গোবিন্দ নিহলানির ‘হাজার চৌরাসি কি মা’ করে লাইমলাইটে আসেন অভিনেতা। বহু বাংলা ছবিতে কাজ করেছেন। ইদানীং তাঁকে দেখা যাচ্ছে ওয়েব সিরিজেও। পরিচালক রণ রাজের প্রথম ছবি ‘পরিচয় গুপ্ত’-তে তাঁকে দর্শক দেখতে পাবে অর্ধনারীশ্বর চরিত্রে।
অন্যদিকে, সিনেমা থেকে সিরিয়াল— চুটিয়ে কাজ করছে ‘কাকাবাবু’খ্যাত অভিনেতা আরিয়ান ভৌমিক। অনেক ছোট থেকেই টলিউডের কাজ শুরু করেছিলেন এই অভিনেতা। টলিউডের পাশাপাশি বলিউডের নামকরা ছবিতেও তাঁকে দেখা গেছে।

আরও পড়ুন-চিত্র সাংবাদিককে ধাক্কা, ফের বিতর্কে মার্টিনেজ

জয় সেনগুপ্ত ও আরিয়ান ভৌমিক ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে রয়েছেন লামা হালদার, রানা বসু ঠাকুর, দেবলীনা, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো অভিনেতা-অভিনেত্রীরা। থ্রিলারধর্মী ছবি হলেও এতে রয়েছে একটি গান। গীতিকার ও সুরকার— দুইয়েরই দায়িত্ব একা হাতেই সামলেছেন পরিচালক সোহম আচার্য।
‘অপ্রকাশিত’ ছবির ক্যামেরা করেছেন আশিস হালদার। পোস্ট প্রোডাকশনের দায়িত্বে রয়েছেন টকি স্টুডিও। চিত্রনাট্য লিখেছেন সোহমের সঙ্গে স্বর্ণালী। সম্পাদনার দায়িত্ব সামলেছেন অভিষেক মণ্ডল। আর প্রধান সহযোগী পরিচালকের দায়িত্বে রয়েছেন মেহবুব উল হক। পরতে পরতে রহস্য-রোমাঞ্চ ঘেরা বাংলা ছবি ‘অপ্রকাশিত’ প্রকাশ্যে কেমন সাড়া ফেলে এখন সেটাই দেখার।

Latest article