বার্মিংহাম, ১৩ মার্চ : মঙ্গলবার থেকে বার্মিংহামে শুরু হচ্ছে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ (all england open badminton championships)। ভারতীয় শাটলাররা কি পারবেন ২২ বছরের খরা কাটিয়ে মর্যাদার খেতাব জিততে? গত বছর খেতাবের খুব কাছ থেকে ফিরতে হয়েছিল লক্ষ্য সেনকে। ফাইনালে স্বপ্নভঙ্গ হয় প্রকাশ পাড়ুকোনের ছাত্রের। জোড়া অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে (all england open badminton championships) কখনও সেমিফাইনালের বেশি এগোতে পারেননি। এবারও লড়াই খুব কঠিন হতে যাচ্ছে সিন্ধু, লক্ষ্যদের কাছে। দু’জনেই চোট সারিয়ে ফিরেছেন। নতুন বছরের শুরুটাও ভাল হয়নি তাঁদের।
আরও পড়ুন: আজ গান্ধীমূর্তির নিচে তৃণমূলের কর্মসূচি
টুর্নামেন্টের ড্র অনুযায়ী শুরুতেই কঠিন চ্যালেঞ্জের সামনে ভারতীয়রা। পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডেই পঞ্চম বাছাই চাইনিজ তাইপের চাউ তিয়েন চেনের সামনে পড়েছেন লক্ষ্য। মেয়েদের সিঙ্গলসে সিন্ধুকে প্রথম রাউন্ডেই খেলতে হবে চিনের ঝাং ই মানকে। যাঁর বিরুদ্ধে সিন্ধুর মুখোমুখি সাক্ষাতের রেকর্ড ১-১। প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারলে দ্বিতীয় রাউন্ডে আরও এক চিনা প্রতিপক্ষ পঞ্চম বাছাই হি বিং জিয়াওয়ের বিরুদ্ধে খেলতে হবে ভারতীয় তারকাকে। কোয়ার্টার ফাইনালে উঠলে শক্তিশালী প্রতিপক্ষ চাইনিজ তাইপের তাই জু ইংয়ের বিরুদ্ধে খেলতে হতে পারে সিন্ধুকে। যাঁর বিরুদ্ধে ২১ বারের সাক্ষাতে পাঁচটির বেশি ম্যাচ জিততে পারেননি পুল্লেলা গোপীচাঁদের ছাত্রী।
এছাড়াও সাইনা নেহওয়াল, এইচ এস প্রণয়, কিদাম্বি শ্রীকান্তরাও প্রতিযোগিতায় নামছেন নতুন চ্যালেঞ্জ নিয়ে। তাঁদের লড়াইও সহজ নয়। ডাবলসে সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টির জুটিকে নিয়েও আশায় থাকবেন ভারতীয় ব্যাডমিন্টনপ্রেমীরা।