Categories: খেলা

আইপিএল নিলামে আজ চোখ ঋষভ, শ্রেয়সেই

প্রতিবেদন : রবি ও সোমবার আইপিএলের মেগা নিলাম। সৌদি আরবের জেড্ডায় নিলাম শুরু ভারতীয় সময় দুপুর ৩টে থেকে। দশ ফ্র্যাঞ্চাইজির নিলাম স্ট্র্যাটেজি তৈরি। ৫৭৭ জন ক্রিকেটারের মধ্যে ঋষভ পন্থ অতীতের সব রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হতে পারেন। খুব পিছিয়ে থাকবেন না শ্রেয়স আইয়ার, ঈশান কিশান, কেএল রাহুল, অর্শদীপ সিংরা। নিলামের আগের দিন সৈয়দ মুস্তাক আলি টি-২০’তে ৫৭ বলে অপরাজিত ১৩০ রানের বিস্ফোরক সেঞ্চুরি করে বার্তাও দিয়ে রাখলেন শ্রেয়স।

আরও পড়ুন-বালিতে দাঁড়িয়ে থেকে রাস্তা তৈরি করালেন তৃণমূলের যুবনেতা

বিদেশিদের মধ্যে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জেক ফ্রেজার ম্যাকগার্ক, ইংল্যান্ডের জস বাটলার, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা, জেরাল্ড কোয়েটজি, নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্টরা নিলাম টেবলে ঝড় তুলতে পারেন। এই ক্রিকেটারদের প্রত্যেকেই রয়েছেন আইপিএল নিলামের ২ কোটি বেস প্রাইসের ব্র্যাকেটে।
কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস, লখনউ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক দরকার। শ্রেয়সকে ছেড়ে দেওয়ার পর নিলাম থেকে গতবারের ট্রফি জয়ী অধিনায়ককে ফেরানোর চেষ্টা হয়তো করবে না কেকেআর। এমনিতে দেশি-বিদেশি নিয়ে ছ’জনকে ধরে রাখায় কেকেআর রাইট-টু-ম্যাচ কার্ডের সুবিধা পাবে না। নিলামে ৫১ কোটি টাকার বেশি খরচও করতে পারবে না শাহরুখ খানের দল। নাইটদের নজরে রয়েছেন ঋষভও। কিন্তু তাঁকে নিয়ে নিলাম টেবলে যে ঝড় উঠবে তা বলার অপেক্ষা রাখে না। দিল্লি ক্যাপিটালস ঋষভকে ধরে রাখেনি। তারকা কিপার-ব্যাটার নিজেই নিলামে উঠতে চেয়েছিলেন। শোনা যাচ্ছে, পন্থকে নিলাম থেকে ফেরাতে মরিয়া দিল্লি। অধিনায়ক হিসেবে পেতে পন্থ এবং শ্রেয়সের জন্য ঝাঁপাতে পারে প্রীতি জিন্টার পাঞ্জাবও। দিল্লি ছেড়ে রিকি পন্টিং এবার পাঞ্জাবের হেড কোচ। সূত্রের খবর, নিলামে পন্থের জন্য অলআউট যেতে পারে পাঞ্জাব। বিকল্প নেতা হিসেবে শ্রেয়সও রয়েছেন পন্টিংয়ের নজরে। সবচেয়ে বেশি ১১০.৫ কোটি টাকা নিয়ে নিলামে যাচ্ছে পাঞ্জাব। চারটি আরটিএম কার্ডের সুবিধাও নিতে পারবে তারা।

আরও পড়ুন-যাবতীয় কুৎসা-অপপ্রচারের বিরুদ্ধে মানুষের এই জবাব

সৌরভ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দিল্লি কর্তারা আবার নিলামের দিন তিনেক আগে থেকেই দুবাইয়ে বসে নিলাম স্ট্র্যাটেজি তৈরিতে ব্যস্ত। টিম চালানোর ক্ষেত্রে ক্ষমতা হস্তান্তর হওয়ায় দিল্লির আইপিএল টিম আগামী দু’বছর দেখাশোনা করবে না জেএসডব্লু। দেখবে জিএমআর গ্রুপ। ফলে আগামী দু’বছর সৌরভ দেখবেন দিল্লির ডব্লুপিএল টিম এবং দক্ষিণ আফ্রিকার টি-২০ টুর্নামেন্ট। তবে দু’দিনের নিলামে দিল্লির টেবলে থাকবেন সৌরভ। দলগঠন নিয়ে তিনি নানা পরামর্শ দিচ্ছেন নতুন ম্যানেজমেন্টকে। সৌরভই চান পন্থকে দলে ফেরাতে। বিকল্প নেতা হিসেবে পছন্দ শ্রেয়সও। শোনা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসও পন্থকে পেতে আগ্রহী।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

59 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago