Featured

সব ছোটদের জন্য

ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় সম্পাদিত ‘কিশোর ভারতী’। শারদীয়া সংখ্যাটি বিষয় বৈচিত্র্যে ভরপুর। ‘হারিয়ে যাওয়া লেখা’য় মুদ্রিত হয়েছে দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, শিবরাম চক্রবর্তী, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদারের গল্প। সঞ্জীব চট্টোপাধ্যায়ের ‘যুগলবন্দী’ উপন্যাসটি সরস। ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়ের ‘অগ্নিপথের যাত্রী’ উপন্যাসের কাহিনি দানা বেঁধেছে চাণক্যকে ঘিরে। হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, অভীক সরকার, বিবেক কুণ্ডুর উপন্যাসগুলিও পড়তে ভাল লাগে। ‘গন্ধ’ গল্পে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে পাওয়া গেল চেনা মেজাজে। মন ছুঁয়ে গেল বাণী বসু, অনিতা অগ্নিহোত্রী, ভগীরথ মিশ্র, বীথি চট্টোপাধ্যায়, জয়দীপ চক্রবর্তী, দেবযানী বসু কুমার, চুমকি চট্টোপাধ্যায়ের গল্পও। এছাড়াও আছে ছড়া-কবিতা, ভ্রমণ, নিবন্ধ, কমিকস ইত্যাদি। ৫৭ বছরের পত্রিকাটি উপহার দিয়েছে দুর্দান্ত একটি সংখ্যা। প্রচ্ছদশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়। দাম ২২৫ টাকা।

আরও পড়ুন-বৃষ্টি কমতেই বাড়ল অস্বস্তি

সন্দীপ রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘সন্দেশ’ শারদীয়া সংখ্যা। রয়েছে বিশেষ ক্রোড়পত্র ‘আহা ভূত বাহা ভূত’। রাজেশ বসু, সৈকত মুখোপাধ্যায়, সৌরদীপ বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত দে-র গল্পগুলো ভয় মেশানো আনন্দের জন্ম দেয়। সাধারণ বিভাগে জন্মশতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে স্মরণ করেছেন অভিরূপ সরকার। হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, দেবজ্যোতি ভট্টাচার্য, দীপান্বিতা রায়ের উপন্যাস, যশোধরা রায়চৌধুরীর বড়গল্প, অনিতা অগ্নিহোত্রী, জয়দীপ চক্রবর্তী, রাহুল মজুমদার, অনন্যা দাশের গল্পগুলো মনে রাখার মতো। দেবাশিস সেন লিখেছেন ভ্রমণ। আছে ছড়া-কবিতা-সহ অন্যান্য লেখাও। চমৎকার একটি সংখ্যা। প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে সত্যজিৎ রায়ের আঁকা ছবি। দাম ২২০ টাকা।

আরও পড়ুন-২৯৭৬টি পুজো, নয়া নজির কলকাতার

শিশু কিশোর আকাদেমি প্রকাশিত পত্রিকা ‘চির সবুজলেখা’। শারদীয়া সংখ্যা প্রকাশিত হয়েছে অর্পিতা ঘোষের সম্পাদনায়। বড়গল্প লিখেছেন দেবজ্যোতি ভট্টাচার্য, দীপান্বিতা রায়, শিবশঙ্কর ভট্টাচার্য, হেমেন্দুশেখর জানা, বাসুদেব ঘোষ। কবিতা উপহার দিয়েছেন রত্নেশ্বর হাজরা, প্রতুল মুখোপাধ্যায়ের, অশোককুমার মিত্র, শ্যামলকান্তি দাশ, মৃদুল দাশগুপ্ত, পঙ্কজ সাহা, অভীক বসু, প্রদীপ আচার্য, অভীক মজুমদার, পার্থপ্রতিম আচার্য, বীথি চট্টোপাধ্যায়, চৈতালী চট্টোপাধ্যায়, অনির্বাণ ঘোষ প্রমুখ। মনকাড়া ছোটগল্প লিখেছেন অনিতা অগ্নিহোত্রী, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, তপন বন্দ্যোপাধ্যায়, জয়া মিত্র, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, রূপক চট্টরাজ, অমর মিত্র প্রমুখ। প্রচ্ছদশিল্পী সুব্রত মাজী। দাম ১৫০ টাকা।
‘আমপাতা জামপাতা’ আনন্দ-বার্ষিকী হাসি ফুটিয়েছে সব বয়সী পাঠকের মুখে। সম্পাদক দেবাশিস বসু। উপন্যাস লিখেছেন হেমেন্দুশেখর জানা, শিশির বিশ্বাস, জয়ন্ত দে, দীপান্বিতা রায়, জয়দীপ চক্রবর্তী, হিমি মিত্র রায়। দেবজ্যোতি ভট্টাচার্য, চুমকি চট্টোপাধ্যায়, শান্তনু বসুর বড়গল্প এবং স্বপন বন্দ্যোপাধ্যায়, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সৈকত মুখোপাধ্যায়ের গল্প মনে দোলা দিয়ে যায়। আছে ছড়া-কবিতা, নাটক, খেলা, ভ্রমণ, ক্যুইজ, কমিকস, কার্টুন ইত্যাদি। প্রচ্ছদশিল্পী রঞ্জন দত্ত। দাম ৩৯৯ টাকা।

আরও পড়ুন-হরিয়ানার ভোটের চাবিকাঠি তাদেরই হাতে, দাবি আপের

তাপস মুখোপাধ্যায় সম্পাদিত ‘কিশোর দুনিয়া’। শারদীয়া সংখ্যায় বিশেষ রচনা উপহার দিয়েছেন সমুদ্র বসু, নির্মলেন্দু শাখারু, প্রণবকুমার পাল প্রমুখ। সৌম্যনারায়ণ আচার্যর উপন্যাস মন ছুঁয়ে যায়। সুনির্মল চক্রবর্তী, ত্রিদিব ঘোষ রায়, গৌতম হাজরা, শৈলেনকুমার দত্ত, জুলি লাহিড়ী, বসন্ত পরামাণিক, নির্মল করণ, স্বপনকুমার রায়ের কবিতাগুলো মনে রাখার মতো। আছে গল্প, ভ্রমণ ইত্যাদি। প্রচ্ছদ শংকর বসাকের। দাম ১২০ টাকা।

ছোটদের স্বপ্নের কাগজ ‘উড়োজাহাজ’। পুজো সংখ্যা প্রকাশিত হয়েছে তরুণকান্তি বারিকের সম্পাদনায়। পাতায় পাতায় শিউলি সুবাস। ফিচার-এ রয়েছে সুকুমার রায়ের উপর অনবদ্য একটি গদ্য। লিখেছেন ধ্রুব এষ। গল্প উপহার দিয়েছেন শংকর চক্রবর্তী, সাগরিকা রায়, পিয়াল ভট্টাচার্য প্রমুখ। ছড়া-কবিতায় ছন্দের ঢেউ তুলেছেন এই সময়ের বিশিষ্ট কবিরা। প্রচ্ছদশিল্পী ৭ বছরের স্নেহা ভদ্র। দাম ১৫০ টাকা।

৪৫ বছরের পত্রিকা ‘টাপুর টুপুর’। পূজাবার্ষিকী প্রকাশিত হয়েছে মধুসূদন ঘাটীর সম্পাদনায়। গল্প লিখেছেন বলরাম বসাক, বাণীব্রত চক্রবর্তী, স্বপন বন্দ্যোপাধ্যায়, রতনতনু ঘাটী, দীপান্বিতা রায়, মেধসঋষি বন্দোপাধ্যায় প্রমুখ। অভিজিৎ দাশগুপ্তর নাটকটি ছোটরা অভিনয় করে আনন্দ পেতে পারে। আছে ছড়া-কবিতা-সহ অন্যান্য বিভাগ। প্রচ্ছদশিল্পী সুব্রত মাজী। দাম ১৮০ টাকা।

আরও পড়ুন-বিধ্বস্ত লেবাননে ইজরায়েলি হামলায় নিহত হিজবুল্লা প্রধান! মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮০০

৩৫ বছরের পত্রিকা ‘ছোটর দাবি’। শারদীয়া সংখ্যা প্রকাশিত হয়েছে অশ্রুরঞ্জন চক্রবর্তী-র সম্পাদনায়। ছোটবেলার পুজোর স্মৃতি উজাড় করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মমতাশঙ্কর, আবুল বাশার, অর্পিতা ঘোষ, সুরজিৎ চট্টোপাধ্যায়। পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের বিশেষ রচনাটি আকর্ষণীয়। ভবানীপ্রসাদ মজুমদারকে স্মরণ করেছেন নির্মলেন্দু শাখারু। আছে ছড়া-কবিতা, অণুগল্প, ছোটদের আঁকা ও লেখা। প্রচ্ছদশিল্পী শংকর বসাক। দাম ১৫০ টাকা।

‘ছোটোদের আলোলিকা’ পত্রিকাটি বয়সে নবীন। তবে এরমধ্যেই এসেছে পাঠকের সুনজরে। শারদীয়া সংখ্যাটি প্রকাশিত হয়েছে ইন্দ্রাণী সরকারের সম্পাদনায়। প্রচ্ছদ বিষয় ছোটদের জন্য বাংলায় বিজ্ঞান চর্চা। লিখেছেন আনসার উল হক, কমল বিকাশ বন্দ্যোপাধ্যায়, অরুণাভ মিশ্র, রাতুল ঘোষ, কনিষ্ক চৌধুরী প্রমুখ। সাধারণ বিভাগে স্মরণ করা হয়েছে কার্তিক ঘোষ ও ভবানীপ্রসাদ মজুমদারকে। আছে ছড়া-কবিতা, গল্প-সহ অন্যান্য বিভাগ। প্রচ্ছদশিল্পী গৌতম বন্দ্যোপাধ্যায়, সুমন সেন। দাম ১০০ টাকা।

আরও পড়ুন-বৃষ্টি কমতেই বাড়ল অস্বস্তি

‘ছোটদের চাঁদের হাসি’ আন্তরিকতার সঙ্গে সম্পাদনা করেন ছন্দা চট্টোপাধ্যায়। এবারের বার্ষিকীতে নানা স্বাদের গল্পগাথা উপহার দিয়েছেন শংকর চক্রবর্তী, সর্বাণী বন্দ্যোপাধ্যায়, শ্যামল ভট্টাচার্য, কল্যাণ গঙ্গোপাধ্যায়, সঞ্জিতকুমার সাহা প্রমুখ। ভবেশ দাশের দীর্ঘ ছড়া-কবিতা এবং আশিসকুমার মুখোপাধ্যায়ের ছড়া-নাটিকা মন ছুঁয়ে গেল। কার্তিক ঘোষ, ভবানীপ্রসাদ মজুমদার, দীপ মুখোপাধ্যায়কে স্মরণ করেছেন যথাক্রমে সিরাজুল ইসলাম, শোভন শেঠ, প্রদীপ আচার্য। এছাড়াও আছে উপন্যাস, ছড়া-কবিতার ডালি প্রভৃতি। প্রচ্ছদ শুভেন্দু সরকারের। দাম ২২৫ টাকা।

Jago Bangla

Share
Published by
Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

16 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

40 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

44 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

53 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

58 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago