আন্তর্জাতিক

চার নেতাই ডুবিয়েছেন হাসিনাকে, ক্ষুব্ধ কর্মীরা

প্রতিবেদন: বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও বর্তমান পরিস্থিতির জন্য প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ চার নেতাকেই দোষারোপ করা শুরু করেছেন দলের মধ্যম ও নিচুতলার নেতা-কর্মীরা। বলা হচ্ছে, আওয়ামি লিগ সরকারের যাবতীয় ভুল পদক্ষেপের জন্য মূলত এরাই দায়ী। আর শেখ হাসিনা এই চার অতি প্রভাবশালী নেতাদের কথা চোখ বুজে বিশ্বাস করে দলের জন্য চরম দুঃসময় ডেকে এনেছেন। ক্ষমতাশালী কতিপয় নেতার উপর অতিরিক্ত নির্ভরশীলতার মাশুল শুধু হাসিনাকেই দিতে হচ্ছে তাই নয়, বাংলাদেশের ভিতরে তীব্র আক্রোশের মধ্যে পড়তে হচ্ছে বিপুল সংখ্যক সাধারণ নেতা-কর্মীদের। দিশাহীন ও দুর্বল অন্তর্বর্তী ইউনুস সরকারের কোনও নিয়ন্ত্রণই নেই দেশের মৌলবাদী জামাত আর বিএনপি নেতাদের উপর। আওয়ামি লিগের যে নেতারা এখনও দেশে রয়েছেন জামাত-বিএনপির প্রতিহিংসার আতঙ্কে কাটাচ্ছেন তাঁরা। নির্বিচারে মামলা দায়ের ও গ্রেফতারি চলছে। বিপন্ন সময়ে এখন দলনেত্রীর পাশাপাশি সাধারণ কর্মীরা দুষছেন হাসিনার চার প্রধান পরামর্শদাতাকেই। তাঁদের ক্ষোভ, এই পরিস্থিতি তৈরি হয়েছে গ্যাং অব ফোরের জন্য। যাঁরা প্রভাব বিস্তার করে দেশের মানুষের প্রকৃত চাওয়া-পাওয়া ও বাস্তবতা থেকে অন্ধকারে রেখেছিলেন হাসিনাকে।

আরও পড়ুন-সমন্বয়ের অভাব বাড়ছে, বৈঠক ডাকল কেন্দ্র

আওয়ামি লিগের সাধারণ কর্মীদের অভিযোগের আঙুল যে চার নেতার দিকে তাঁরা হলেন শেখ হাসিনার ছেলে তথা তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে পরামর্শদাতা মার্কিনপ্রবাসী সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের প্রাক্তন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অভিযোগ, এই চারজন স্রেফ নিজেদের স্বার্থে ক্ষমতা কুক্ষিগত করতে হাসিনা সরকারকে ডুবিয়েছেন। এই চারজনকেই চোখ বুজে বিশ্বাস করতেন হাসিনা। তাঁদের পরামর্শের উপর তাঁর পুরোপুরি আস্থা ছিল। অথচ এই নেতাদের বিরুদ্ধে জনবিচ্ছিন্নতার অভিযোগ ছিল। এখন তা আরও জোরালো হচ্ছে। বলা হচ্ছে, আওয়ামি লিগের যে বাকি নেতারা মাটিতে পড়ে থেকে কাজ করতেন, তাঁদের কথা শেখ হাসিনা শোনেননি। এই গ্যাং অব ফোর নিজেদের স্বার্থেই হাসিনাকে বাংলাদেশের বাস্তব অবস্থা বুঝতে দেননি। অনেকে এও বলছে এই চারজনের প্রভাবে এমনকী শেখ হাসিনার মতো পোড় খাওয়া জননেত্রী নিজের সহজাত রাজনৈতিক প্রজ্ঞা হারিয়ে ফেলেছিলেন। আওয়ামি লিগের একাংশ এখন দুষছেন বিনা নির্বাচনে হাসিনার চতুর্থবার ক্ষমতায় ফেরার সিদ্ধান্তকে। বলা হচ্ছে, কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, তার তীব্রতাই বুঝতে পারেনি হাসিনা। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে নির্বাচনে লড়তে চেয়েছিল। তখন হাসনা তা মানলে এই পরিস্থিতি আসত না। কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর আওয়ামি লিগের কিছু নেতা হাসিনাকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছিলেন। তাও তিনি মানেননি। উল্টে সামরিক গোয়েন্দা শাখার সদস্যদের দিয়ে ছাত্রনেতাদের তুলে নিয়ে যাওয়া, ভয়ভীতি দেখিয়ে আন্দোলনকে দমন করার রাস্তায় হাঁটেন। এটাই শেষপর্যন্ত সর্বনাশ করেছে তাঁর রাজনৈতিক কেরিয়ারের। বিরোধীহীন একচ্ছত্র ক্ষমতা ভোগে উৎসাহী দলের উপরতলার কিছু নেতা নিজেদের স্বার্থে আওয়ামি লিগের সাধারণ কর্মীদের বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে বলে মত উঠে আসছে।

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

45 minutes ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

3 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

6 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

7 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 hours ago