এপ্রিল থেকে বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন সব সরকারি কর্মচারীরাই

মে মাসের বদলে এপ্রিল থেকেই তাঁদের ৪ শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার।

Must read

প্রতিবেদন : জামাইষষ্ঠীর আগেই সুখবর পেলেন রাজ্য সরকারি কর্মীরা। মে মাসের বদলে এপ্রিল থেকেই তাঁদের ৪ শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। এর আগে জানানো হয়েছিল, মে মাস থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। আজ, মঙ্গলবার অর্থ দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, মে নয়, এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ কার্যকর হবে।

আরও পড়ুন-মানিকতলার ভোট নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

চলতি বছর রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করা হয়েছিল। ১ মার্চ সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হচ্ছে। ডিএর দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। বিষয়টি আদালতেও গড়ায়। অবশেষে ২০২৩-এর ডিসেম্বরে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটেও তা উল্লেখ করা হয়। এই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে মোট মহার্ঘ ভাতা পাচ্ছেন ১৪ শতাংশ। নবান্ন সূত্রের খবর, ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সরকারের ২ হাজার ৪০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। এতে উপকৃত হবেন রাজ্যের প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মী।

Latest article