সব হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ রাজ্যের

চিঠি পাঠান মন্ত্রকের যুগ্মসচিব রাজেশ ভূষণ। চিঠিতে বলা হয়েছে, বাড়াতে হবে আইসোলেশন বেড, ইন্টেনসিভ কেয়ার ইউনিটের সংখ্যা।

Must read

প্রতিবেদন : করোনা ও ওমিক্রনের শৃঙ্খল ভাঙতে কড়া বিধিনিষেধ আরোপের পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, করোনায় আক্রান্তদের ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে যাতে চিকিৎসা শুরু করে দেওয়া যায়, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে অক্সিজেন সিলিন্ডার।

আরও পড়ুন-Kalyan Banerjee: তোপ কল্যাণের

সেই সঙ্গে বলা হয়েছে, করোনায় আক্রান্ত যাদের মধ্যে মৃদু উপসর্গ দেখা দেবে, তাদের বাড়িতে নিভৃতাবাসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে যেসব প্রতিষ্ঠানকে কোয়ারেটিন সেন্টার হিসেবে তৈরি করা হয়েছিল, সেইসব সেন্টারকে এখন থেকেই যাবতীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ইতিমধ্যেই এই ব্যাপারে পদক্ষেপ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-তৃণমূল বিশুদ্ধ লোহা, যত তাতাবে তত শক্তিশালী হবে: আক্রান্ত কর্মীদের সঙ্গে সাক্ষাত করে বার্তা অভিষেক

চিঠি পাঠান মন্ত্রকের যুগ্মসচিব রাজেশ ভূষণ। চিঠিতে বলা হয়েছে, বাড়াতে হবে আইসোলেশন বেড, ইন্টেনসিভ কেয়ার ইউনিটের সংখ্যা। জরুরি ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ যাতে চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারেন, তার জন্য তৈরি করতে হবে টেলিকনসাল্টেশন প্ল্যাটফর্মের। সেই নির্দেশিকার ঠিক পরের দিন রবিবার রাজ্য সরকার সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে তৈরি থাকার নির্দেশ দিল। উল্লেখ করা যেতে পারে, রাজ্যে ফের সংক্রমণ ঊর্ধ্বমুখী। সংক্রমণে রাশ টানতে জরুরি ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার।

Latest article