সব মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালে চিকিৎসাকেন্দ্র, অটিজম আক্রান্তের পাশে রাজ্য

অটিজম আক্রান্ত শিশুদের চিকিৎসায় রাজ্য সরকার সব জেলায় একটি করে বিশেষ চিকিৎসা কেন্দ্র গড়ে তুলেছে।

Must read

প্রতিবেদন : অটিজম আক্রান্ত শিশুদের চিকিৎসায় রাজ্য সরকার সব জেলায় একটি করে বিশেষ চিকিৎসা কেন্দ্র গড়ে তুলেছে। জেলার মেডিক্যাল কলেজের পাশাপাশি যেসব জেলায় মেডিক্যাল কলেজ নেই সেখানে জেলা হাসপাতালে এধরনের অটিজম সেন্টার গড়ে তোলা হয়েছে। যেখানে অটিজম আক্রান্ত শিশুদের রোগ নির্ণয় ও চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, দূরবর্তী জেলা ও প্রত্যন্ত এলাকার অটিজম আক্রান্ত শিশুদের বাড়ির কাছেই স্পিচ থেরাপি, বিহেভিয়ারাল থেরাপির মতো আধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি ওই কেন্দ্র থেকে সরকারি শংসাপত্র দেওয়ার কাজও করা হবে। যার ভিত্তিতে আক্রান্ত শিশুরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিশেষ প্রকল্পসমুহেরও সুযোগ পাবে।

আরও পড়ুন-ভুয়ো উন্নয়ন দাবি প্রধান শিক্ষকের, পূর্ণ তদন্ত চাইল তৃণমূল, সাংসদ তহবিলের টাকা তছরুপ শান্তনুর

রাজ্য সরকার অটিজম আক্রান্ত শিশুদের মাসিক একহাজার টাকা করে ভাতা দেয়। কেন্দ্রীয় সরকারও অটিজম আক্রান্তদের জন্য বিশেষ পরিচয়পত্র চালু করেছে। যার ভিত্তিতে যে কোনও রাজ্যে চিকিৎসার সুযোগ, রেলের টিকিটে ছাড়-সহ একাধিক ছাড় মেলে। এর পাশাপাশি ওই কেন্দ্রগুলি থেকে অটিজম নিয়ে জনমানসে সচেতনতা গড়ে তুলতে বিশেষ প্রচারও চালানো হবে। রাজ্যে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি আছে, সেখানে শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য দেখভাল করার পরিকাঠামো রয়েছে। রাজ্য সরকার সেখানে দিনে ১.২ লক্ষ শিশুর দেখভাল করছে। প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের অন্যতম সমস্যা অটিজম। কোনও শিশু এই রোগের শিকার কি না, তা জানা যায় তার জন্মের ১৮ মাসের মধ্যেই। যদি গোড়া থেকেই চিকিৎসা করানো যায়, তাহলে সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা যায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বৌদ্ধিক বিকাশ মাপার যন্ত্র আছে। সেই মাপকাঠিতে কোনও শিশু যদি গড় মাত্রার নীচে থাকে, সেক্ষেত্রে তার জন্য বিশেষ যত্ন নেওয়া হয়। এবার জেলার কেন্দ্রগুলি থেকে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে অটিজমের বিরুদ্ধে সার্বিক লড়াইও চালানো হবে।

Latest article