প্রতিবেদন : সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে ১৮ সেপ্টেম্বর। তার আগের দিন ১৭ সেপ্টেম্বর সর্বদল বৈঠকের ডাক দিল কেন্দ্র। বিশেষ অধিবেশনের অ্যাজেন্ডা নিয়ে সর্বদল বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে। বিশেষ অধিবেশন প্রথমদিন হবে সংসদের পুরনো ভবনে। ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন থেকে নতুন ভবনে অধিবেশন।
আরও পড়ুন-অন্যের ক্ষতি না করে পর্নোগ্রাফি দেখা অপরাধ নয়: কোর্ট
বাদল অধিবেশন শেষ হওয়ার পর কোনও আলোচনা না করে একতরফা অধিবেশন ডাকে কেন্দ্র। সরকারের এই মনোভাবের কড়া সমালোচনা করেন বিরোধী নেতারা। এবারের সর্বদলীয় বৈঠকে থাকতে না পারার কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, সংসদের বিশেষ অধিবেশন শুরু হতে আর মাত্র দুই কর্মদিবস রয়েছে। যদিও এখনও অ্যাজেন্ডা সম্পর্কে কিছু জানানো হয়নি। মাত্র দু’জন ছাড়া আর কারও জানা নেই। এরপরেও আমরা সংসদীয় গণতন্ত্রের কথা বলব?