সব পথ মিশে এক হয়ে গেল নেত্রীর মিছিলে

জননেত্রীর ক্যারিশ্মায় তপ্ত দুপুরেও রঙিন হয়ে উঠল দুই জেলার রাজপথ। রবিবাসরীয় প্রচারে মমতা-ম্যাজিকে জনপ্লাবনে ভেসে গেল পুরুলিয়া ও বাঁকুড়া।

Must read

প্রতিবেদন : জননেত্রীর ক্যারিশ্মায় তপ্ত দুপুরেও রঙিন হয়ে উঠল দুই জেলার রাজপথ। রবিবাসরীয় প্রচারে মমতা-ম্যাজিকে জনপ্লাবনে ভেসে গেল পুরুলিয়া ও বাঁকুড়া। দলীয় প্রার্থীদের সমর্থনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া রোড-শোকে ঘিরে তুমুল উন্মাদনায় মাতলেন তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। এদিন প্রার্থীদের নিয়ে পুরুলিয়া ও বাঁকুড়ায় দুটি রোড-শো করেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ায় এসপি অফিস মোড় থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত প্রথম পদযাত্রায় নেত্রীর সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত-সহ জেলার নেতৃত্ব। রোড-শোয়ে চোখে পড়ে স্থানীয় ছৌ-সংস্কৃতির ছোঁয়া। এই রোড-শোকে ঘিরে বিপুল জনোচ্ছ্বাসের বাঁধ ভাঙে পুরুলিয়ার রাজপথে। নেত্রীর সঙ্গে পা মেলান অসংখ্য তৃণমূল কর্মী-সমর্থক।

আরও পড়ুন-ভোটের ডিউটিতে আসা বিএসএফের হাতে শ্লীলতাহানি

প্রখর রোদ ও প্রবল গরম উপেক্ষা করেই দলনেত্রীকে একবার দেখার জন্য পথের দু’ধারে ভিড় জমান অগুন্তি সাধারণ মানুষ। মোবাইল ফোনে নেত্রীর ছবি তুলে ভিডিও করে মুহূর্তকে ধরে রাখার হিড়িক পড়ে যায়। তৃণমূল সুপ্রিমোও হতাশ করেননি সাধারণ মানুষের এই উচ্ছ্বাস-উন্মাদনাকে। পথ চলতে চলতেই জনসংযোগের পাশাপাশি একাধিকবার থেমে মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথাও শোনেন তিনি।
পুরুলিয়ার রোড-শো শেষে বাঁকুড়ায় দ্বিতীয় পদযাত্রায় অংশ নেন নেত্রী। বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে খ্রিস্টান কলেজ মোড় থেকে হিন্দু হাই স্কুল পর্যন্ত রোড-শোয়ে উপচে পড়ে জনারণ্য। সঙ্গে ছিলেন প্রার্থী ও জেলার অন্য নেতৃবৃন্দ। জননেত্রীর সঙ্গে তুমুল উচ্ছ্বাস-আবেগ-উন্মাদনায় মাতেন তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। রবিবাসরীয় দুপুরের দ্বিতীয় রোড-শোতেও ভিন্ন মুডে ধরা দেন তৃণমূলনেত্রী। এখানেও তাঁকে একবার চোখে দেখার জন্য তৃণমূল কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে বাঁকুড়ার রাজপথে। পদযাত্রার মাঝে থেমে থেমে জনসাধারণের সঙ্গে আলাপচারিতা ও শিশুদের কোলে নিয়ে আদরে খোশ মেজাজে জনসংযোগ সারেন দলনেত্রী। রোড-শোয়ের মাঝেই ফোনে গুরুত্বপূর্ণ নির্দেশও দেন তিনি।

Latest article