নিষেধাজ্ঞা উঠল কুস্তি সংস্থার, ব্রিজভূষণ ঘনিষ্ঠের হাতেই সব ক্ষমতা

এদিন ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় কুস্তির ভবিষ্যতের কথা ভেবেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

Must read

নয়াদিল্লি, ১১ মার্চ : সর্বভারতীয় কুস্তি সংস্থার উপর থেকে নিধেষাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার থেকে সংস্থার প্রধান সঞ্জয় সিংয়ের হাতেই তুলে দেওয়া হয়েছে পূর্ণ দায়িত্ব। প্রসঙ্গত, যে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছিলেন একাধিক মহিলা কুস্তিগির। সেই ব্রিজভূষণের ঘনিষ্ঠ বলেই পরিচিত সঞ্জয়!
এদিন ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় কুস্তির ভবিষ্যতের কথা ভেবেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। কারণ সামনে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে। মার্চের শেষ সপ্তাহে জর্ডানে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের আসর বসবে। সেখানে অংশগ্রহণ না করলে, সেপ্টেম্বরে জাগ্রেবে আয়োজিত সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না ভারতীয় কুস্তিগিররা।

আরও পড়ুন-বাংলার টাকা আটকে কেন, ক্ষুব্ধ কল্যাণ প্রশ্ন তুললেন লোকসভায়

পাশাপাশি একাধিক নির্দেশিকাও জারি করেছে ক্রীড়া মন্ত্রক। যেমন কুস্তি সংস্থার সঙ্গে যুক্ত নন এমন কোনও ব্যক্তি সংস্থার কোনও কাজে থাকতে পারবেন না। সেই সঙ্গে আন্তর্জাতিক কুস্তি টুর্নামেন্টে কুস্তিগিরদের নির্বাচনে যাতে স্বচ্ছতা থাকে, সেটাও গুরুত্ব দিয়ে দেখতে হবে। কিন্তু তাতেও বিতর্ক থাকছে না। প্রশ্ন উঠছে, মহিলা কুস্তিগিরদের যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্ত ব্রিজভূষণ ঘনিষ্ঠরাই যদি পদে থাকেন, তাহলে কীভাবে স্বচ্ছতা বজায় থাকবে। বিজেপি নেতা ব্রিজভূষণ সংস্থার প্রধান থাকাকালীন তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল। সেই সময় বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটের মতো নামী কুস্তিগিররা আন্দোলনে নেমেছিলেন। চাপের মুখে ব্রিজভূষণ পদত্যাগ করলেও, দায়িত্ব পান তাঁরই ঘনিষ্ঠ সঞ্জয় সিং। যা নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন আন্দোলনরত কুস্তিগিররা।
এই পরিস্থিতিতে গত ২৪ ডিসেম্বর ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করেছিল ক্রীড়ামন্ত্রক। ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে যৌন নিগ্রহের মামলা চলছে। যে কারণে সরাসরি সংস্থার কাজে হস্তক্ষেপ করতে পারছেন না। কিন্তু নিজের ঘনিষ্ঠকে পদে বসিয়ে ঘুরপথে প্রভাব বজায় রেখেছেন।

Latest article