বাংলার সমস্ত প্রকল্পে চলবে কেন্দ্রীয়ভাবে নজরদারি, চালু হচ্ছে পোর্টাল

Must read

রাজ্য সরকারের (West Bengal Government) সামাজিক সুরক্ষা প্রকল্পের সুযোগ থেকে যাতে কেউ বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে নজরদারি করা হবে। এজন্য একটি অভিন্ন পোর্টাল- সোশ্যাল রেজিস্ট্রি সিস্টেম চালু হচ্ছে। আধার নির্ভর ব্যবস্থার মাধ্যমে এই পোর্টাল থেকে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুযোগ পাওয়ার যোগ্য অথচ পাচ্ছেন না, এমন ব্যক্তিকে চিহ্নিত করা যাবে। ও তাঁদের নাম নথিভুক্ত করা যাবে। একই সঙ্গে এক ব্যক্তি যাতে একই ধরণের একাধিক প্রকল্পের সুযোগ না পান তাও নিশ্চিত করা হবে।

আগামী মাসের প্রথম থেকেএই পোর্টাল কাজ শুরু করবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর দফতর (Nabanna) থেকেই এই পোর্টাল পরিচালনা করা হবে। রাজ্যে ৯৭ শতাংশের বেশি রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগের কাজ সম্পন্ন হয়েছে। তাই খাদ্য সাথী প্রকল্পের তথ্য ভাণ্ডারের ওপর ভিত্তি করেই এই পোর্টালের তথ্যভান্ডার গঠন করা হয়েছে। রাজ্য সরকারের (West Bengal Government) বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি বিভিন্ন দফতরের অধীনে রয়েছে। তাই রাজ্য সরকার সমস্ত দপ্তরের অধীনে থাকা সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে এক ছাতার তলায় আনতে ‘সোশ্যাল রেজিস্ট্রি সিস্টেম’ নামে এই নয়া পোর্টাল তৈরি করা হয়েছে। এই পোর্টালের তথ্যকে ভিত্তি করেই অর্থ দফতরের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরসারি টাকা পাঠিয়ে দেবে। সংশ্লিষ্ট দফতরের কোনও ভূমিকা থাকবে না। পোর্টালের নোডাল অফিসার করা হয়েছে মুখ্যমন্ত্রীর অভিযোগ সেলের ভারপ্রাপ্ত আধিকারিক পি বি সেলিমকে।

আরও পড়ুন: হাড়হিম করা ঘটনা দিল্লিতে, নৃশংসভাবে প্রকাশ্যে খুন কিশোরীকে

Latest article