সংবাদদাতা, শান্তিনিকেতন : আবার পৌষমেলা করা, পূর্বিতার দখলমুক্তি, ছাত্র-অধ্যাপক ও কর্মীদের শাস্তি প্রত্যাহারের দাবিতে জমায়েত করার পাশাপাশি ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিলেন বিশ্বভারতীর (Visva Bharati) ছাত্রছাত্রী, অধ্যাপক সংগঠন ও কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয়ের সামনে জমায়েত হয় মঙ্গলবার বেলা তিনটে নাগাদ। তারপর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিকের সঙ্গে বৈঠকও করেন বেলা পাঁচটা নাগাদ। বৈঠক শেষে ভারপ্রাপ্ত উপাচার্যের হাতে মূলত তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। ভারপ্রাপ্ত উপাচার্য নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানান বিশ্বভারতী টিএমসিপি ছাত্রছাত্রী ইউনিটের সভানেত্রী মীনাক্ষী ভট্টাচার্য। মূল তিনটি দাবি হল— এক, চলতি বছর পৌষমেলার আয়োজন করতে হবে। দুই, ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মিবৃন্দের উপর সকল শাস্তিমূলক পদক্ষেপ প্রত্যাহার করতে হবে। তিন, পূর্বিতা বাংলোর বেআইনি দখলদারি ছাড়তে হবে। সেন্ট্রাল অফিসের সামনে জমায়েত করে মাইকে ছাত্র ও অধ্যাপক সংগঠনের সদস্যরা বক্তব্য পেশ করেন। তাঁরা পৌষমেলা-সহ বিশ্বভারতীতে (Visva Bharati) প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী যে অচলাবস্থা কায়েম করে রেখেছিলেন তা কাটিয়ে সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার পক্ষে বর্তমান উপাচার্যের কাছে আবেদন করেন। ৮ অক্টোবর বিদ্যুৎ চক্রবর্তীর অবসর নিয়েছেন। তারপরও পূর্বিতায় অবস্থান করছেন। এর পাশাপাশি, এখনও ছাত্রছাত্রী, কর্মী ও অধ্যাপকদের উপর নেওয়া প্রতিশোধমূলক সাসপেনশন ও শাস্তির খাঁড়া ঝুলছে। অধ্যাপক সংগঠন ভিবিউফা-র সদস্য অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, পৌষমেলা শুধু আমাদের দাবি নয়। পৌষমেলার সঙ্গে সবার আবেগ জড়িয়ে আছে।
আরও পড়ুন- তিনগুণ কর্মসংস্থান আগামী ৩ বছরেই : টিভিএস চেয়ারম্যান