মনীশ কীর্তনীয়া : লক্ষ্য ২০২৪ । শুক্রবার বিজেপি বিরোধী দলগুলি একযোগে বৈঠক বসছে। মধ্যমণি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সংসদ শেষ হয়ে গেলে বিজেপি বিরোধী দলগুলি একসঙ্গে নিজেদের মধ্যে কথা বলবে, বৈঠক করবে। সেই বৈঠক হতে চলেছে শুক্রবার।
আরও পড়ুন- প্রতারক ধরলেন গৌতম
এই বৈঠক হবে ভার্চুয়ালি। বৈঠকে সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্য মোদি বিরোধী সম মনভাবাপন্ন দলের নেতৃবৃন্দের যোগ দেওয়ার কথা। সংসদ চলাকালীন উভয়পক্ষে পেগাসাস সহ কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী ইস্যুতে সরব হয়েছেন বিরোধীরা। বেশ কয়েকবার নিজেদের মধ্যে বৈঠকও করেছেন। সংসদের বাইরেও প্রতিবাদে সামিল হয়েছেন একসঙ্গে।
কিছু বিষয়ে তৃণমূল কংগ্রেস পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে,বিজেপি বিরোধিতায় বাকি দলগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে কোন আপত্তি নেই তৃণমূল কংগ্রেসের। কোন দল নেতৃত্ব দেবে সেটা নিয়েও খুব একটা মাথাব্যথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, তিনি কর্মী হয়ে কাজ করতে চান নেতা হওয়ার ইচ্ছে তাঁর নেই।
আরও পড়ুন- গোষ্ঠ পাল-এর জন্মবার্ষিকী পালন যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের
এই অবস্থায় শুক্রবার দুপুরে বিরোধীদের ভার্চুয়াল বৈঠকে একসঙ্গে সবাই সিদ্ধান্ত নিতে পারেন কিভাবে একটি প্লাটফর্ম গড়ে তোলা যায় এবং বিজেপির বিরোধিতায় একযোগে এক সুরে পথ চলা যায়। তবে এক্ষুনি জোট ফর্মুলা চূড়ান্ত হয়ে যাবে এমনটাও নয়। কিন্তু একসঙ্গে বাকিদের নিয়ে পথ চলা শুরু করা যেতেই পারে। এক্ষেত্রে অবশ্যই নজর কাড়বেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- ভ্যাকসিন তৈরিতে স্বীকৃতি বাংলার ছেলের
কোন ইস্যুগুলোকে প্রাধান্য দিয়ে এই মুহূর্তে ২০২৪ কে লক্ষ্য রেখে এগোতে হবে তা নিয়েই মূলত আলোচনা হবে। আন্দোলনের হাতিয়ার কি হতে পারে, কোন পথে আন্দোলন হবে কিভাবে এগোনো ,হবে তা নিয়ে আলোচনা করবেন বিরোধী দলের নেতৃবৃন্দ। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকে নজর থাকবে সব রাজনৈতিক দলেরই।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…