পর্দাফাঁস, ভেস্তে গেল সব আয়োজন, নকল যমুনায় আর ডুব দেওয়া হল না মোদির

আগেই ফাঁস হয়ে গেল নকল-কাণ্ড। মাঠে মারা গেল সব আয়োজন। নকল যমুনায় ডুব দেওয়া হল না প্রধানমন্ত্রী মোদির। দূষণজ্বালায় যখন নাভিশ্বাস উঠেছে যমুনার

Must read

নয়াদিল্লি: আগেই ফাঁস হয়ে গেল নকল-কাণ্ড। মাঠে মারা গেল সব আয়োজন। নকল যমুনায় ডুব দেওয়া হল না প্রধানমন্ত্রী মোদির। দূষণজ্বালায় যখন নাভিশ্বাস উঠেছে যমুনার। দূষণের ফেনায় হারিয়ে যাচ্ছে যমুনার জল, তখন মোদির কথা ভেবেই যমুনায় কৃত্রিম ঘাট তৈরি করে ছটপুজোর আয়োজন। যাতে দূষণের বিন্দুমাত্র আঁচ গায়ে না লাগে তাঁর। ঘটা করে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সেখানে ছটপুজোর অভিনন্দন জানাতে পৌঁছে গিয়েছিলেন। ঘোষণা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সেখানে যাবেন ছটপুজো উপলক্ষে ডুব দিতে। কিন্তু বাদ সাধল আম আদমি পার্টি। একাধিক স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও আম আদমি পার্টির নেতারা খুলে দিলেন নকল বাসুদেব ঘাটের মুখোশ। ফলে রাতারাতি ভেস্তে গেল মঙ্গলবারের নরেন্দ্র মোদির বাসুদেব ঘাটে যাওয়ার পরিকল্পনা।

আরও পড়ুন-জবিদের দাপটে ফাইনালে ডায়মন্ড

যমুনার তীরে বাসুদেব ঘাটে আলাদাভাবে পরিস্রুত জল ঢেলে তৈরি হয়েছে কৃত্রিম ঘাট। দু’দিন ধরে যমুনা পরিষ্কার হয়ে যাওয়ার প্রচার চালানো হয়। স্থানীয় কর্মী, যাঁরা এই কাজ চালিয়েছিলেন, তাঁরা জানান পাইপে করে নির্দিষ্ট ঘেরা জায়গায় পরিস্রুত জল এনে ঢালার কথা। বাস্তবে যমুনার জলের দূষণ ও কৃত্রিম পুকুরের জল তুলে তুলনা করে মিথ্যাচার ফাঁস করে দেওয়া হয়।
সেই কৃত্রিম ঘাটেই মঙ্গলবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গিয়ে ডুব দেওয়ার ঘোষণা হয়েছিল। যমুনার তীরে বাসুদেব ঘাট সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় সবথেকে সুন্দর ঘাট হিসাবে। ছটপুজোর প্রাক্কালে নতুন পুকুর তৈরি নিয়ে সাফাই দেওয়া হয়— প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থেই এমন আয়োজন। কিন্তু আগেই ফাঁস হয়ে গেল আসল রহস্য।
তবে সকাল ৮টায় মঙ্গলবার দেখা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এরপরই কটাক্ষ আপ নেতা সৌরভ ভরদ্বাজের। তাঁর দাবি, বাসুদেব ঘাটে ‘নকল যমুনা’য় ছটপুজো ও সূর্য অর্ঘ্য বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদি। বিহার নির্বাচনের আগে বিহারের ভাবাবেগকে প্রভাবিত করার যে চেষ্টা নরেন্দ্র মোদি চালিয়েছিলেন তা ব্যর্থ হল। তিনি ছবি ভিডিও প্রকাশ করার সুযোগ পেলেন না। সম্ভবত শেষ মুহূর্তে তিনি পরিকল্পনা বাতিল করেছেন, যার জন্য প্রধানমন্ত্রীর দফতর অন্য জায়গা খুঁজে বের করতে পারেনি।

Latest article