প্রতিবেদন : রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম উঠেছে কি না আবেদনকারী মহিলারা এখন তা বাড়িতে বসেই দেখতে পারবেন। তার জন্য শিবির গিয়ে লাইন দেওয়ার প্রয়োজন নেই। নারী শিশু ও সমাজকল্যাণ দফতরের তরফে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের সরকারি ওয়েবসাইট socialsecurity.wb.gov.in সাইটে গিয়ে প্রাপকরা নিজেদের আবেদনপত্রের অবস্থা এবং তাঁর নাম আদৌ নিথিভুক্ত হয়েছে কি না তা দেখতে পারবেন।
আরও পড়ুন-করোনার ত্রাস নেই, ছন্দে ফিরছে চলচ্চিত্র উৎসব
ইতিমধ্যেই ওই প্রকল্পের টাকা পেয়ে থাকলে এখনও পর্যন্ত কত টাকা পেয়েছেন সেই তথ্যও ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই রাজ্যের ১ কোটি ৬৯ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। ১ নভেম্বর থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। শিবিরগুলোতে গিয়ে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করছেন। সেই সঙ্গে শিবিরগুলোতে লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য সংশোধনের কাজও হচ্ছে। উল্লেখ্য, ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে সরকারি চাকরি করেন না, এমন যে কোনও মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। সরকারি নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলারা মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন। তফসিলি জাতি-উপজাতি ও অনগ্রসর শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকা করে পেয়ে থাকেন।