সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : একদিকে বাংলায় ভোটের তাপ বাড়ছে। অনুরূপভাবে জঙ্গলমহলেও বেড়ে চলেছে তাপপ্রবাহ। রবিবার রেকর্ড ভাঙল পশ্চিম মেদিনীপুর জেলা। ৪৬ পার করে ৪৭ ডিগ্রি তাপমাত্রা জেলার শালবনি গোয়ালতোড় এলাকায়। মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের তরফে জানা গিয়েছে, বেলা ১টা নাগাদ ৪৬.৮৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। যা গত কয়েক মরশুমের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন-শিল্পক্ষেত্রে নয়া দিগন্ত, বন্ধ কারখানায় লগ্নি করছে টাটা
চলতি মরশুমে রেকর্ড গরম পড়বে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাসমতোই এপ্রিলের শুরু থেকেই প্রবল গরম আর তাপপ্রবাহে কাবু পশ্চিমাঞ্চলের জেলাগুলি। তাপপ্রবাহের সঙ্গে বইছে লু। গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রার নিত্যনতুন রেকর্ড হচ্ছে রোজ। এই পরিস্থিতিতে বৃষ্টি কবে হবে তা আবহাওয়াবিদরাও বলতে পারছেন না। তবে আগামী দু-তিন দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।