প্রতিবেদন : ভিন্ন ধর্মের দুই তরুণ-তরুণী লিভ-ইন করছিলেন। তাঁদের এই সম্পর্কে প্রবল বাধা আসে বিভিন্ন মহল থেকে। এমনকী তরুণীর পরিবার ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। সে কারণে সুরক্ষার দাবিতে সুবিচার পেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই তরুণ-তরুণী। কিন্তু ওই মামলায় কোনওরকম হস্তক্ষেপ করতে চাইল না এলাহাবাদ হাইকোর্ট। এ বিষয়ে হাইকোর্ট মন্তব্য করেছে, সুপ্রিম কোর্ট কখনও লিভ-ইন সম্পর্ককে উৎসাহ দেয় না।
আরও পড়ুন-মোদিকে পুতিনের সঙ্গে তুলনা সামনায়
এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সঙ্গীতা চন্দ্র এবং বিচারপতি নরেন্দ্রকুমার জোহারির ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে জানায়, দেশের বর্তমান আইন সবসময় বিয়ের পক্ষে। লিভ-ইন সম্পর্ককে সুরক্ষিত রাখার কোনও নির্দেশ শীর্ষ আদালত এখনও পর্যন্ত দেয়নি। তাই এই মামলায় আদালতের কিছুই করার নেই। বেঞ্চ আরও জানায়, মুসলিম ধর্মে বিয়ের আগে যৌনতা, চুম্বন বা শারীরিক সংস্পর্শ নিষিদ্ধ। কোরানেও এ বিষয়ে উল্লেখ আছে। জানা গিয়েছে, লিভ-ইন সম্পর্কে থাকা ওই যুবক ছিলেন মুসলিম সম্প্রদায়ের এবং তরুণী হিন্দু ধর্মের। ওই তরুণ-তরুণীর দাবি, দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমের সম্পর্ক রয়েছে। তাঁরা একসঙ্গে থাকতে চান। কিন্তু তাঁরা ভিন্ন ধর্মের হওয়ায় সমাজের বিভিন্ন মানুষ তাঁদের নানাভাবে বাধা দিচ্ছে। এমনকী ওই তরুণীর মা পুলিশের কাছে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে আদালতে গিয়েও কার্যত নিরাশ হতে হল তাঁদের।