সংবাদদাতা, শ্রীরামপুর : শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে গিয়ে দাদাগিরি বিজেপি (BJP) নেতার। ভাঙচুর চালালেন আইসিইউতে। জানা গিয়েছে শ্রীরামপুরের ওই শ্রমজীবী হাসপাতালে গত ২০ জুলাই প্রবাসনগরের বাসিন্দা বিমলা দেবী প্রবল শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত নানা জটিল সমস্যা নিয়ে ভর্তি হন। ভর্তির সময়েই রোগীর শারীরিক অবস্থা সঙ্কটজনক তা রোগীর বাড়ির লোককে ডাক্তারবাবু জানিয়ে দেন। অন্যত্র বড় হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শও দেন। কিন্তু তা সত্ত্বেও বাড়ির লোকজন বন্ডে সই করে ওই হাসপাতালে রেখেই বৃদ্ধার চিকিৎসা করান। এরপর অবস্থার অবনতি হলে বৃদ্ধা মারা যান। তারপরেই বিজেপি (BJP) নেতা হরি মিশ্র আইসিইউতে হামলা চালান। যন্ত্রপাতি ভাঙচুর করেন। চিকিৎসক, নার্স ও অন্যান্য হাসপাতাল কর্মীদের হেনস্থা করেন। ধাক্কাধাক্কি করেন। গালিগালাজ করেন। ফেসবুক লাইভে এসেও হাসপাতাল সম্পর্কে নানা কুৎসা প্রচার করেন। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পুলিশ দ্রুত হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর ফলে আইসিইউতে ভর্তি থাকা অন্য রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। হাসপাতালের সহ-সম্পাদক গৌতম সরকার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। চিকিৎসক অনীক জানা মৃতদেহ ময়নাতদন্তে পাঠান।
গৌতম সরকার বলেন, হাসপাতালের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসনের নির্দিষ্ট দফতরে না জানিয়ে হাসপাতালের আইসিইউর মতোন সংবেদনশীল জায়গায় হামলা চালানো চূড়ান্ত অমানবিকই নয়, অনৈতিকও।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর স্বপ্নের বাংলার বাড়ি প্রকল্পে নজির গড়ে শীর্ষে নদিয়া