তৃণমূলের সভায় বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

Must read

সংবাদদাতা, ভাঙড়: তৃণমূলের (TMC) সভা চালাকালীন বোমাবাজির অভিযোগ। ভাঙ্গরে এই অভিযোগের তীর মূলত বিরোধীদের দিকে। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর অঞ্চলের ১০৫ নম্বর বুথে রাতের অন্ধকারে এলাকায় বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, পোলেরহাট দু নম্বর অঞ্চলের ১০৫ নম্বর বুথে তৃণমূলের প্রস্তুতি মিটিং চলছিল সেই সময়, দুটি বোমা মারে দুষ্কৃতীরা, তার মধ্যে একটি বোমা ফাটে। এবং অপর বোমাটি ফাটেনি সেটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাস্থলে আসে পোলেরহাট থানার পুলিশ।
ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় বোমার সুতলি ও বোমা তৈরির সরঞ্জাম।

আরও পড়ুন-জমি-বাড়ি রেজিস্ট্রেশনের সমস্যা মেটাতে নয়া পদক্ষেপ, রাজ্যে চালু হচ্ছে হেল্পলাইন পরিষেবা

Latest article