বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠল। অভিযোগ, গ্যাসের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছে। এই মর্মে বিধাননগর উত্তর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বাগদার এক বাসিন্দা। সেখানে রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের বিস্ফোরক অভিযোগ করেন তিনি। ওই ব্যক্তির নাম অরূপ রতন রায়।
আরও পড়ুন-বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত, বাম-কং ভেঙে তৃণমূল কংগ্রেসে
জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য একটা সময় জয়প্রকাশ মজুমদারের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। সেই পরিচয়ের সুবাদে তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে তাঁর সুসম্পর্ক আছে বলে অরূপ রতন রায়কে জানিয়েছিলেন জয়প্রকাশবাবু। এবং উত্তর ২৪ পরগণার বাগদা এলাকায় ইন্ডিয়ান অয়েল গ্যাসের লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বিনিময়ে সল্টলেকে নিজের অফিসে বসে গত ১২ জানুয়ারি নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকা অরূপ রতন রায়ের থেকে নিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার।
অরূপ রতন রায়ের আরও অভিযোগ, এরপর থেকে লাইসেন্সের ব্যাপারে জিজ্ঞাসা করলেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন জয়প্রকাশ মজুমদার। এছাড়াও বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছেন তিনি। অরূপ রতন রায়ের সঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। যেখানে ওই ব্যক্তির সঙ্গে বিজেপি রাজ্য সহ-সভার সভাপতির বিধানসভা ভোটে টিকিট বন্টন সংক্রান্ত আলোচনাও শোনা গিয়েছে। ওই ব্যক্তি জয়প্রকাশ মজুমদার-এর কাছে ভোটে দাঁড়ানোর আবদার করছেন। আবার গ্যাসের লাইসেন্স নিয়েও দু’জনের মধ্যে কথাবার্তা চলছে। যদিও এই অডিও ক্লিপ-এর সত্যতা যাচাই করেনি ‘জাগোবাংলা ডিজিটাল’।
আরও পড়ুন-বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে ৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ
এ প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার জানান, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করেছেন অরূপ রতন। একাধিকবার টাকা চেয়ে এই ব্যক্তি তাঁকে ব্ল্যাকমেল ও হেনস্থা করেন বলেও অভিযোগ বিজেপি নেতার। বিষয়টি নিয়ে অভিযোগকারীর বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় পাল্টা একটি লিখিত অভিযোগও দায়ের করেন বিজেপির রাজ্য সহ-সভাপতি।