সিইউ-র পরীক্ষাসূচি নিয়ে মিথ্যা বিবৃতির অভিযোগ

Must read

প্রতিবেদন : পরীক্ষার সূচি নিয়েও কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত ‘মিথ্যাচার’ করেছেন বলে অভিযোগ ছাত্রছাত্রী ও শিক্ষানুরাগীদের। বিশ্ববিদ্যালয়ের দেওয়া নথি বৃহস্পতিবার সমাজ মাধ্যমে তুলে ধরে মিথ্যাচারের পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি সুদীপ রাহা। সুদীপ লিখেছেন, উপাচার্য ডাথা মিথ্যা বললেন? পরীক্ষাসূচিতে সই করা হয়েছে ২৩ জুলাই। অর্থাৎ, তিন মাস আগে পরীক্ষাসূচি নির্ধারণ হওয়ার যে দাবি উনি করেছেন, তা অসত্য। অঙ্কের হিসাবে খুব বেশি হলে তিন সপ্তাহ হয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের কর্মসূচি চূড়ান্ত হওয়ার পর পরীক্ষা সূচি ঘোষিত হয়েছে। ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠার দিনে কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ফেলেছে। সেই পরীক্ষা পিছিয়ে দেওয়া দাবি নানা মহল থেকে আসার পরও বিশ্ববিদ্যালয় (Calcutta University) পরীক্ষা নেওয়ার ব্যাপারে অনড় রয়েছে। তিন মাসে আগে পরীক্ষাসূচি ঠিক হওয়ার বিবৃতি যে সঠিক নয়, তথ্যই প্রমাণ দিচ্ছে।

আরও পড়ুন-আমেদাবাদ দুর্ঘটনা, মার্কিন আদালতে মামলা করবেন নিহতের আত্মীয়রা

Latest article