কামারেড্ডি জেলায় আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন দিয়ে খুনের অভিযোগ

ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে সবর হয়েছে ‘স্ট্রে অ্যানিম্যাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’-সহ একাধিক পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা।

Must read

চলতি সপ্তাহেই তেলঙ্গানার (Telangana) কামারেড্ডি জেলায় ৫০০ কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এবার আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন দিয়ে খুনের অভিযোগ উঠল। তেলঙ্গানা পুলিশ প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানিয়েছে ডিসেম্বরের পঞ্চায়েত নির্বাচনে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতেই এই নৃশংস হত্যাকাণ্ড শুরু হয়েছে।

আরও পড়ুন-থাইল্যান্ডে ক্রেন ভেঙে লাইনচ্যুত ট্রেন, নিহত ২২, আহত ৩০

ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে সবর হয়েছে ‘স্ট্রে অ্যানিম্যাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’-সহ একাধিক পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা। কামারেড্ডি জেলার ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধান-সহ ছ’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। জানা যায়, গত বছরের ডিসেম্বরে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে প্রার্থীরা কুকুর ও বাঁদরের উপদ্রব কমানোর আশ্বাস দিয়েছিলেন। প্রতিশ্রুতিবদ্ধ হয়েই এবার গ্রাম থেকে কুকুর তাড়ানোর পরিবর্তে তাদের মেরে ফেলার চেষ্টা চলছে। অভিযোগ ওঠে মৃত কুকুরগুলিকে গ্রামের বাইরে পুঁতে দেওয়া হয়। পশু চিকিৎসকদের একটি দল ইতিমধ্যেই দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কী ধরনের ইঞ্জেকশন দিয়ে পথকুকুরদের মারা হচ্ছে বার বার সেই বিষয়ে বিস্তারিত জানতে ফরেনসিক ল্যাবের সাহায্য নিচ্ছে পুলিশ। অভিযুক্তদের তদন্তকারীদের তরফে নোটিশ দেওয়া হয়েছে।

Latest article