বাঙালিদের উপর অত্যাচার অব্যাহত বিজেপি শাসিত রাজ্যগুলিত। এবার মহারাষ্ট্রে খুন বাংলার পরিযায়ী শ্রমিক (Bengali Migrant Worker)। বাঙালি পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে কুপিয়ে খুন করে দেহ টুকরো টুকরো করে বস্তাবন্দি অবস্থায় ফেলে দেওয়া হল ডোবার জলে। বৃহস্পতিবার রাতে ফিরল আবু বক্কর মণ্ডলের (৩৩) কফিনবন্দি দেহ। বাদুড়িয়া থানার রুদ্রপুরের বাসিন্দার ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছে না পরিবার। বিজেপি রাজ্যে তাদের ছেলেকে বাংলা বলার অপরাধে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আবেদন মৃত শ্রমিকের পরিবারের। পাশে থাকার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল।
আরও পড়ুন: প্যালেস্তাইনকে রাষ্ট্রের মর্যাদা ম্যাক্রোঁর! তুলোধনা ইজরায়েল-আমেরিকার
ভিন রাজ্যে নৃশংসভাবে বাঙালি পরিযায়ী শ্রমিক (Bengali Migrant Worker) খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, বেশ কয়েক বছর ধরে মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করতেন আবু। গত ২০ জুলাই সন্ধ্যার পর থেকে তাঁর কোনও খোঁজ পারছিল না তার পরিবার । মোবাইলের সুইচ বন্ধ ছিল। ভাসি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবার । এরপর তদন্তে নেমে গত মঙ্গলবার একটি ডোবার ভেতরে বস্তাবন্দি অবস্থায় বাংলার শ্রমিকের টুকরো টুকরো দেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্র থেকে তাঁর কফিনবন্দি দেহ বাদুড়িয়ার রুদ্রপুরে তাঁর বাড়িতে নিয়ে আসা হয়।দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর মা-বাবা সহ আত্মীয় পরিজনরা। ভিন রাজ্যে গিয়ে যেভাবে তাদের ছেলেকে খুন হতে হয়েছে তার বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন করেছে পরিবার।
এই ঘটনায় তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে বলেছে, ‘আর কত বাঙালি খুন হলে দেশের ঘুম ভাঙবে? বাঙালি বলে দেশ জুড়ে বঙ্গভাষীদের হয়রানির শিকার হতে হচ্ছে। মার খেতে হচ্ছে এমনকী কাজের জায়গা থেকে ফেরত পাঠানো হচ্ছে। এটা নির্দিষ্ট ভাষা ও সংস্কৃতির উপর আক্রমণ। আদালতের মাধ্যমে, রাস্তায় নেমে লড়াই চলবে। দিল্লি সরকার চুপ থাকলে, রাজধানী পর্যন্ত অভিযান করবে বাংলা।’