তৃণমূলের পতাকা ছেঁড়ায় অভিযুক্ত বিজেপি-দুষ্কৃতীরা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশকে ঘিরে দোষীদের শাস্তির দাবি জানান শাসক দলের নেতা-কর্মীরা।

Must read

সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : চন্দ্রকোনা ২ ব্লকের ভগবন্তপুরে এলাকায় রাস্তার ধারে থাকা তৃণমূলের দলীয় পতাকা খুলে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয় দলের স্থানীয় নেতা-কর্মীরা। ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থলে জড়ো হন তৃণমুল নেতা-কর্মীরা।

আরও পড়ুন-জঙ্গলমহলের অধিবাসীদের দাবি প্রধানমন্ত্রীকে পাঠালেন তৃণমূল সাংসদ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশকে ঘিরে দোষীদের শাস্তির দাবি জানান শাসক দলের নেতা-কর্মীরা। ভগবন্তপুর ২ অঞ্চল তৃণমূল সভাপতি ইসমাইল খান বলেন, ভগবন্তপুর এলাকায় একাধিক জায়গায় লাগানো তৃণমূলের দলীয় পতাকা রাতের অন্ধকারে ছিঁড়ে খুলে ফেলে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এলাকার বিজেপির মণ্ডল সভাপতি সুকান্ত দোলইয়ের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলেও দাবি করা হয়। পুলিশের কাছে তৃণমূল কর্মী-সমর্থকরা বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেন।শাসক দলের তরফে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানান তৃণমুল নেতারা।

Latest article