বরাদ্দ ৪২ কোটি, অভিষেকের উদ্যোগে কেল্লার মাঠের সৌন্দর্যায়ন

একই সঙ্গে, ডায়মন্ড হারবার নদীর ধার-সহ শহরের মধ্যে সৌন্দর্যায়নের জন্য আরও প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Must read

নকিবউদ্দিন গাজি, ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আমলে মডেল হিসেবে নজির গড়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এবার এই কেন্দ্রকেই সৌন্দর্যায়নের জন্য প্রায় ৪২ কোটি টাকা খরচ করে চলছে জোরকদমে কাজ। দিনের পর দিন হুগলি নদীর ভাঙনে কেল্লার মাঠের একটি বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই ঐতিহাসিক ও জনপ্রিয় স্থানকে রক্ষা করতে এবং পর্যটনের উন্নয়নে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে এক বড়সড় প্রকল্প।

আরও পড়ুন-রাজ্যের উদ্যোগ আজ খুলে যাচ্ছে তুরতুরি চা-বাগান

সাংসদের তত্ত্বাবধানে সেচ দফতরের সহযোগিতায় প্রায় দু কোটি টাকা ব্যয়ে কেল্লার মাঠের প্রায় আড়াইশো মিটার নদীর পাড় কংক্রিট দিয়ে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে, ডায়মন্ড হারবার নদীর ধার-সহ শহরের মধ্যে সৌন্দর্যায়নের জন্য আরও প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই প্রথম দফায় কাজ শুরু হয়ে গেছে। শহরের মধ্যে পার্কগুলোকে আরও আধুনিকীকরণ করা হবে, নদীর ধারে পর্যটকদের বসার জন্য বসার জায়গা-সহ নানান রকমের আলো দিয়ে সাজানো হবে। ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক শামিম আহমেদ জানান, সাংসদের উদ্যোগে ঐতিহাসিক ডায়মন্ড হারবার শহর আবার নতুন করে সেজে উঠছে। শুধু নদীবাঁধ নয়, শহরের ইতিহাসকেও তুলে ধরা হবে সৌন্দর্যায়নের মাধ্যমে।

Latest article