সামাজিক প্রকল্পে বরাদ্দ বেড়েছে ১৪ গুণেরও বেশি

সামাজিক ক্ষেত্রকে অবহেলা না করেই রাজ্যের পরিকাঠামো ও মানবসম্পদ উন্নয়নকে সামনে রেখে এবারের রাজ্য বাজেট তৈরি হয়েছে।

Must read

প্রতিবেদেন : সামাজিক ক্ষেত্রকে অবহেলা না করেই রাজ্যের পরিকাঠামো ও মানবসম্পদ উন্নয়নকে সামনে রেখে এবারের রাজ্য বাজেট তৈরি হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় দুদিনের বাজেট বিতর্কের শেষে জবাবি ভাষণে এমনই জানালেন রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, এবারের রাজ্য বাজেটের অভিমুখ দৃষ্টান্ত সৃষ্টিকারী।

আরও পড়ুন-রাজ্যে আলুর বাম্পার ফলন, ৩০ শতাংশ বরাদ্দ হিমঘরগুলিতে

কেন্দ্রীয় সরকারের লাগাতার বঞ্চনা সত্ত্বেও বাজেটে সাধারণ মানুষের জীবনকে সুগম করার পথনির্দেশিকা দেওয়া হয়েছে। সেই কারণে একদিকে যেমন রাজ্য বাজেটে মূলধনী খাতে ব্যয় পূর্বতন বাম আমলের তুলনায় এবার প্রায় সাড়ে চারশ গুণ বেড়ে ৬৬.৬৫ কোটি টাকা হচ্ছে। তেমনি সামাজিক প্রকল্প খাতে বরাদ্দ ২০১১ সাল থেকে ১৪ গুণেরও বেশি বাড়ানো হয়েছে। নারীদের সুরক্ষা ও সামাজিক উন্নয়নেও বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানান। রাজ্যে দুকোটি ২১ লক্ষের বেশি মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, ঐক্যশ্রী-সহ বিভিন্ন সামাজিক প্রকল্প সাফল্যের সঙ্গে চলছে। বিরোধীদের সমালোচনা উড়িয়ে তিনি বলেন, যারা রাজ্য সরকারের প্রকল্পের সমালোচনা করছেন তারাও এইসব প্রকল্পের সুবিধা নিতে ছাড়ছেন না। রাজ্য সরকার পতাকার রং দেখে কোনও সুযোগ-সুবিধা দেয় না।

Latest article