স্বাস্থ্য সাথী কার্ডে ৫ গুণ বরাদ্দ বাড়ল

সঠিক পরিষেবা অনেক সময় দিচ্ছে না বেশ কিছু বেসরকারি হাসপাতাল,নার্সিং হোম কতৃপক্ষ। কিন্তু স্বাস্থ্যসাথী প্যাকেজের জন্য বরাদ্দ পুরো টাকা ক্লেম করছে

Must read

স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড থাকলেও বেশ কিছু বেসরকারি হাসপাতাল নার্সিং হোম থেকে রোগী ফিরিয়ে দেওয়ার অভিযোগ চলতেই থাকত। সাধারণ মানুষের সেই হয়রানি কমাতে রাজ্য স্বাস্থ্য দফতর এবার বড় পদক্ষেপ নিল।

আরও পড়ুন-শ্মশানের সামনে খুন!

প্যাকেজের বাইরের চিকিৎসাযর জন্য প্রয়োজনীয় ওষুধ এবং ডায়াগনস্টিক পরীক্ষার জন্য বরাদ্দ ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে বড় হাসপাতালগুলির জন্য ২৫ হাজার টাকা করা হল। রাজ্যের ৩০টি এনবিএইচএল ( ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড অফ হসপিটালস অ্যান্ড ল্যাবরেটরিজ) অনুমোদিত হাসপাতালগুলিতে এই সুবিধা পাওয়া যাবে৷

আরও পড়ুন-শ্মশানের সামনে খুন!

সরকারি হাসপাতালে হৃদযন্ত্র ও হাড়ের চিকিৎসায় বিভিন্ন প্রতিস্থাপনের খরচ স্বাস্থ্যসাথী কার্ডে পাওয়া যাবে৷ এতদিন হার্টের চিকিৎসার জন্য পেসমেকার, স্টেন্ট কেনার জন্য বা হাড়ের অপারেশনের ক্ষেত্রে প্লেট,নেল,পিন,স্ক্রু কেনার ক্ষেত্রে সরকারি হাসপাতালে না থাকলে চিকিৎসা হত না কিন্তু এবার লোকাল পারচেজ করে রোগীর চিকিৎসায় সেসব ব্যবহার করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন-হেরে টেনিসকে বিদায় সানিয়ার

স্বাস্থ্যসাথীতে কোন কারণ ছাড়াই সরকারি খরচ কমাতে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়মিত অডিট করা হবে। সঠিক পরিষেবা অনেক সময় দিচ্ছে না বেশ কিছু বেসরকারি হাসপাতাল,নার্সিং হোম কতৃপক্ষ। কিন্তু স্বাস্থ্যসাথী প্যাকেজের জন্য বরাদ্দ পুরো টাকা ক্লেম করছে । এই কলকাতা সহ জেলার ২০০জন চিকিৎসককে নিয়ে একটি রাজ্যস্তরের এবং একটি করে জেলা স্তরের কমিটি তৈরি করা হবে। এই কমিটির সদস্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম পরিদর্শনের পর স্বাস্থ্যসাথীতে জমা পড়া ৩০ শতাংশ বিল অডিট করবেন। গাফিলতি দেখলে আসলে টাকা কেটে নেওয়া হবে। লাইসেন্স বাতিলের সুপারিশ হতে পারে।

Latest article