সংবাদদাতা, আলিপুরদুয়ার : মূল্যবৃদ্ধি হয়েছে দেশজুড়ে। কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ বাড়েনি। আবাস যোজনার বরাদ্দকৃত টাকার পরিমাণের ওপর প্রশ্ন উঠতে শুরু করেছে উপভোক্তাদের মধ্যে। কারণ, নির্মাণ সামগ্রীর দাম গত পাঁচ বছরে ত্রিশ থেকে প্রায় সত্তর শতাংশ বেড়েছে। কিন্তু সেই অনুপাতে আবাস যোজনার ঘরের জন্য বরাদ্দ রয়ে গিয়েছে সেই ২০১৭ সালের সমান। আবাস যোজনার বরাদ্দকৃত অর্থ শেষবারের মতো ২০১৬-১৭ অর্থবর্ষে দশ হাজার টাকা বেড়ে এক লক্ষ কুড়ি হাজার হয়েছিল। তারপর আর এক টাকাও বাড়েনি। আর এই পাঁচ বছরে কেন্দ্র মূল্যবৃদ্ধিতে লাগাম পরাতে যেমন পারেনি, তেমনই আবাস যোজনার বরাদ্দেও বৃদ্ধি করেনি।
আরও পড়ুন-নোটবন্দির রায় নিয়ে সর্বসম্মতি হল না বেঞ্চে, মতভেদ বিচারপতি নাগারত্নার
নির্মাণ সামগ্রী ব্যবসায়ীদের বক্তব্য, সাধারণ একটি ইটের দাম ২০১৭ সালে ছিল প্রায় আট টাকা, এই মুহূর্তে সেটির দাম চোদ্দো টাকায় পৌঁছেছে। তাছাড়াও বালি, পাথর, কাঠ, টিন— সব কিছুরই দাম বেড়েছে বিগত পাঁচ বছরে। এছাড়াও নির্মাণকর্মীদের মজুরি বৃদ্ধিও চিন্তায় রেখেছে আবাস যোজনার ঘর প্রাপকদের। এই মূল্যবৃদ্ধির বাজারে এই সামান্য টাকা দিয়ে যে বসবাসযোগ্য ঘর তৈরি করা যাবে না, তা বিলক্ষণ বুঝতে পারছেন উপভোক্তারা। আর এটা বুঝতে পেরেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ জমেছে তাঁদের মনে। তাঁদের দাবি, অবিলম্বে আবাস যোজনার বরাদ্দে কম করে আরও একশো শতাংশ বৃদ্ধির প্রয়োজন। নাহলে সাধারণ মানুষ আবাস যোজনার ঘর সম্পূর্ণ করতে পারবে না।