আজ নতুন নয়, অনেকদিন ধরেই ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে (MNREGA) কেন্দ্র পশ্চিমবঙ্গকে (West Bengal) বঞ্চনা করছে বলে অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, এরপর ব্রিগেডের জনগর্জন সভা থেকে মোদী সরকারকে চ্যালেঞ্জ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান ১০০ দিনের কাজে বাংলাকে ২০২১ সালের পর মোদী সরকার ১ পয়সা দিয়েছে প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
আরও পড়ুন-‘মা উড়ালপুল’ নিয়ে নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
আজ, রবিবার এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন প্রমাণ সহ জানান বাংলার সঙ্গে কেন্দ্র যে পরিমাণ বঞ্চনা করেছে সেটা সংসদে স্বীকার করে নিল কেন্দ্রীয় সরকার। এক্স হ্যান্ডেলে ডেরেক লিখেছেন, ‘অবশেষে ! মোদী সরকার সংসদে স্বীকার করেছে বাংলার জন্য মনরেগা তহবিলে বরাদ্দ শূন্য। এব্যাপারে মোদী সরকারকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় অবশেষে সেই কথা স্বীকার করে নিল মোদী সরকার।” রাজ্যসভার একটি চিঠিও এদিন এক্স হ্যান্ডেলে দিয়েছেন ডেরেক। সেখানে স্পষ্ট অন্যান্য রাজ্য ১০০ দিনের প্রকল্পে টাকা পেয়েছে কিন্তু বাংলার পাশে বরাদ্দ অঙ্কের উল্লেখ নেই। অর্থাৎ বাংলাকে এই খাতে কোনও টাকা দেওয়া হয়নি।
আরও পড়ুন-রাজ্যের বারণ উপেক্ষা করেই আরও ১.২০ লক্ষ কিউসেক জল ছাড়বে ডিভিসি
কিছুদিন আগেই নির্মলা সীতারামণের বাজেটের ওপর বক্তব্য রাখতে গিয়ে বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে নিজের বক্তব্যে প্রকাশ্যে আনেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ করে অভিষেক বলেন, “আপনারা বাংলাকে কোন খাতে কত টাকা দিয়েছেন তার শ্বেতপত্র প্রকাশ করুন। তা হলেই সত্যি মিথ্যে প্রমাণ হয়ে যাবে।” এর পরেই প্রমাণ দিয়ে ডেরেক দেখান কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যসভায় যে নথি পেশ করা হয়েছে, সেখানে স্পষ্ট ১০০ দিনের প্রকল্পে বাংলাকে ২০২১ সালের পর থেকে কোনও টাকা দেয়নি কেন্দ্র।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…