বাংলা যে এই অর্থবর্ষে কোনও টাকা পায়নি সেই কথা মেনে নিয়েছেন খোদ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এর আগের দু’টি অর্থবর্ষেও (Financial Year) বাংলার জন্য বরাদ্দ ‘শূন্য’ ছিল, সেই কথা লিখিতভাবে সংসদে জানিয়েছেন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুললেও এই ঘটনার পরেই একশো দিনের কাজের টাকা সংক্রান্ত অভিযোগ নিয়ে আরও জোরদার আন্দোলনে নামতে চায় তারা। আজ বুধবার সমাজমাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে পোস্ট করছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন-রাঙাপানি এলাকায় লাইনচ্যুত তেলবোঝাই মালগাড়ি
প্রথম লোকসভা অধিবেশনে একশো দিনের কাজের বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস। এদিন লিখিত প্রশ্ন জমা দিয়েছেন সৌগত রায়, খলিলুর রহমান, মালা রায় ও দেব। কেরলের সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের মুখ্যসচেতক কদিকুন্নিল সুরেশ একই প্রশ্ন তোলেন। কেন্দ্রীয় সরকার কি পশ্চিমবঙ্গ এবং কেরলের মতো আর কোন রাজ্যের এমজিএনআরইজিএ প্রকল্পের টাকা আটকে রেখেছে জানতে চাওয়া হয়। গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী বুধবার লিখিত জবাব দিয়ে জানান কেরল নয়, শুধু পশ্চিমবঙ্গের টাকাই আটকে রাখা হয়েছে।
আরও পড়ুন-ফের লাইনচ্যুত মালগাড়ি, উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর
এই প্রসঙ্গে এদিন কুণাল ঘোষ শ্বেতপত্র প্রকাশের দাবি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ”অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যা ইচ্ছা মিথ্যা বলতে পারেন, কিন্তু সত্য সবাই দেখতে পাচ্ছে। বাংলা FY2024-25-এর জন্য কোনও MGNREGA তহবিল পায়নি। এটি বিজেপির বাংলা-বিরোধী এজেন্ডার একটি জ্বলন্ত প্রমাণ।” নরেন্দ্র মোদীকে ট্যাগ ,করে তিনি লেখেন, ”এটা বাংলার বঞ্চনার জবাব দেওয়ার সময়!”
FM @nsitharaman can lie all she wants, but the truth is out for all to see: Bengal received NO MGNREGA funds for FY2024-25.
This BETRAYAL by @BJP4India is a testament to their BANGLA-BIRODHI agenda.
PM @narendramodi, time to answer for Bengal’s deprivation!#ReleaseWhitePaper https://t.co/tCcrkI2Fhs
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 31, 2024
ব্রাত্য বসু এই মর্মে নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ”নিজেদের মিথ্যার জালে ধরা পড়েছে নিজেরাই। অর্থমন্ত্রী যে নথিগুলি দেখান সেখানে FY2024-25-এ বাংলার জন্য কোনও MGNREGA তহবিল প্রকাশ করা হয়নি। এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে বাংলার জন্য থাকছে অবজ্ঞা ও বঞ্চনা! শ্বেতপত্র প্রকাশ করুন।”
Caught in a web of their own lies!@FinMinIndia documents show no MGNREGA funds were released for Bengal for FY2024-25 despite FM @nsitharaman’s false claims.
This is how PM @narendramodi’s regime treats Bengal: with contempt and disdain!#ReleaseWhitePaper https://t.co/5vCRh73Gyr
— Bratya Basu (@basu_bratya) July 31, 2024
প্রসঙ্গত, গ্রামোন্নয়ন মন্ত্রকের জবাবে কত টাকা বাংলার খাতে আটকে সেই হিসাবও দেওয়া হয়েছে। বেশ কয়েকটি রাজ্যের বড় অঙ্কের বকেয়া থাকলেও বাংলার প্রাপ্য এই ক্ষেত্রে সবচেয়ে বেশি। শুধু একশো দিনের কাজের শ্রমিকদের মজুরি বাবদ বাংলার বকেয়া রয়েছে ২,৭৬৫ কোটি টাকা। কাজের উপাদান বাবদ ২,৭৮৮ কোটি টাকা আটকে রয়েছে। সব মিলিয়ে একশো দিনের কাজ প্রকল্পে বাংলার বকেয়া গিয়ে দাঁড়াচ্ছে ৫,৫৫৩ কোটি টাকা। অন্যদিকে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় দাবি করেন, কোনও রাজ্যকে বাজেটে বঞ্চিত করা হয়নি। তাঁর এই মিথ্যাচার প্রকাশ্যে এসে গেল একই দিনে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্যে পর পর চারটি অর্থবর্ষে একশো দিনের কাজে দেশের কোন রাজ্যের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে সেই কথাও প্রকাশ্যে এসে গিয়েছে।