সংবাদদাতা, হাওড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানোর ৫ ঘণ্টার মধ্যেই হাওড়ার দীপাঞ্চল হিসেবে পরিচিত আমতার ভাটোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নতির জন্য প্রায় ৩১ লক্ষ ৮৬ হাজার টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।
আরও পড়ুন-এত পরিষেবার পরও ফল খারাপ কেন, প্রশ্ন পুরমন্ত্রীর
সোমবার বিধানসভায় আমতার বিধায়ক সুকান্ত পাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে দীপাঞ্চলের এই হাসপাতালের উন্নতির জন্য আবেদন জানান। তারপর সোমবার রাতেই রাজ্য স্বাস্থ্য দফতর থেকে ভাটোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নতির জন্য ৩১ লক্ষ ৮৫ হাজার ৬৯৮ টাকা বরাদ্দ করে জেলা স্বাস্থ্য দফতরে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়। ভাটোরা স্বাস্থ্যকেন্দ্রের ওপর দ্বীপাঞ্চলের প্রায় ৪০ হাজার মানুষ নির্ভরশীল। ২০২১ সালের পর থেকে এই হাসপাতালে দু’জন চিকিৎসক রয়েছেন। রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। রোজই বর্হিবিভাগ চালু থাকে। এই হাসপাতালে ১০ শয্যার অন্তর্বিভাগ চালু করার জন্য উদ্যোগ শুরু হয়। জেলা স্বাস্থ্য দফতর তা খতিয়ে দেখে মাস দুয়েক আগে একটি রিপোর্ট তৈরি করে। এরই মধ্যে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি তাঁর নজরে আনেন এলাকার বিধায়ক সুকান্ত পাল। তিনি জানান, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতার আরও একবার পরিচয় পেলেন আমতার দ্বীপাঞ্চলবাসী। তাঁর নজরে আনার কয়েক ঘণ্টার মধ্যেই অর্থ অনুমোদন করল স্বাস্থ্য দফতর। আমরা মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এই টাকায় হাসপাতালের আমূল সংস্কার ও পরিকাঠামোর আরও উন্নতি ঘটানো হবে। দ্রুত কাজ শুরু হবে। সেইসঙ্গে এই হাসপাতালটিকে ১০ শয্যায় উন্নতি করার কাজও হবে। বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করে স্বাস্থ্য দফতরে পাঠানো হচ্ছে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…