সংবাদদাতা, বাঁকুড়া : শহরের যানজট সমস্যা সমাধানে পথে নামলেন পুরপ্রধান অলকা সেন মজুমদার (Aloka Sen Majumdar), উপ-পুরপ্রধান হীরালাল চট্টরাজ, বাঁকুড়ার আইসি দেবাশিস পন্ডা ও বাঁকুড়া সদর সিআই-এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। শহরের প্রাণকেন্দ্র মাচানতলা এলাকায় যেভাবে রাস্তা দখল করে দোকানপাট বসিয়ে বিকিকিনি চলছে, তাতে সাধারণ মানুষের পথ চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। দোকানদারদের সতর্ক করা হয় রাস্তার উপর দোকান না বসানোর বিষয়ে। পুলিশের পক্ষ থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়, বুধবার থেকে রাস্তার উপরে দোকান থাকলে পুলিশ তা ভেঙে দিতে বাধ্য হবে। বাঁকুড়ার পুরপ্রধান অলকা সেন মজুমদার (Aloka Sen Majumdar) জানান, শহরে সেভাবে পার্কিং জোন নেই। তাই গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে মাচানতলা পুরো শহর জুড়ে বেশ কিছু পার্কিং জোন করার জন্য জায়গা চিহ্নিত করা হচ্ছে। এছাড়াও মাচানতলা মোড় থেকে পুরসভার উদ্যোগে তারের বেড়া দিয়ে যে বাগান করা হয়েছিল, সেই বেড়া তুলে দিয়ে রাস্তাকে আরও প্রসারিত করার চিন্তাভাবনা রয়েছে।
আরও পড়ুন: দুই উপনির্বাচনেই ধরাশায়ী বিরোধীরা, কুৎসা উড়িয়ে জয়ী তৃণমূল