বৃষ্টির পাশাপাশি মূর্তির চাহিদা কমায় চিন্তায় মৃৎশিল্পীরা

কিন্তু উদ্যোক্তারা অনেক ক্ষেত্রেই নমো নমো করে পুজো সারবেন। ফলে বড় প্রতিমা বাজারে এবার কম কাটবে বলেই তাঁরা আশঙ্কা করছেন।

Must read

সংবাদদাতা, আসানসোল : দুর্গাপুজো প্রায় দোরগোড়ায়। কিন্তু এখন থেকেই চিন্তায় পড়ে গিয়েছেন মহীশিলার কুমোরপাড়ায় মৃৎশিল্পীরা। কারণ বিশ্বকর্মা পুজোর আগে চাহিদাই নেই প্রতিমার। শিল্পীরা দাবি করছেন, আরজি কর-কাণ্ডের প্রভাব পড়েছে পুজোর বাজারে। যে কারণে একেবারেই পাওয়া যাচ্ছে না প্রতিমার অর্ডার। অল্পসংখ্যক প্রতিমা তৈরি করলেও সেগুলি কতটা ক্রেতাদের কাছে পৌঁছবে সে বিষয়ে তাই বেশ চিন্তা রয়েছে শিল্পীদের মধ্যে।

আরও পড়ুন-পাক-জয়ে জোড়া গোল হরমনপ্রীতের

তাঁরা বলছেন, এখনও পর্যন্ত বাজার মন্দা। যতটা পরিমাণ প্রতিমা বিক্রি হওয়ার কথা, তা হয়নি। চলতি বছরে অর্ডার অনেকটাই কম বলে জানিয়েছেন শিল্পীরা। বাজার মার খাওয়ার আশঙ্কা রয়েছে। শিল্পীরা মনে করছেন, হয়তো শেষ মুহূর্তে কিছু বিক্রি হবে। কিন্তু উদ্যোক্তারা অনেক ক্ষেত্রেই নমো নমো করে পুজো সারবেন। ফলে বড় প্রতিমা বাজারে এবার কম কাটবে বলেই তাঁরা আশঙ্কা করছেন। অন্যদিকে নিম্নচাপের জেরে বিশ্বকর্মা পুজোর আগেই টানা বৃষ্টিপাত সমস্যায় ফেলে দিয়েছে শিল্পীদের। মূর্তি তৈরির কাজ সম্পূর্ণ করতে গিয়ে আসানসোলের কুমোরপাড়ার শিল্পীদের রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে। কীভাবে প্রতিমা তৈরির কাজ শেষ করবেন, তা বুঝে উঠতে পারছেন না মৃৎশিল্পীরা। তাঁদের বক্তব্য, এমনিতেই চাহিদা কম। তার উপর নিম্নচাপের বৃষ্টি আরও সমস্যা বাড়িয়েছে।

Latest article