প্রতিবেদন : কোচবিহারের বিখ্যাত রাস উৎসবরের রাসচক্রের প্রাণপুরুষ আলতাফ মিঞা (Altaf Miyan) প্রয়াত। তিনি মদনমোহন দেবের রাসচক্রের কারিগর। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় আলতাফের। কোচবিহারের সম্প্রীতির প্রতীক মহারাজাদের কুলদেবতা মদনমোহন দেবের রাসচক্র। আর বংশানুক্রমিকভাবে এই রাসচক্রের নির্মাতা ছিলেন আলতাফ মিঞা। তিনি তৃতীয় প্রজন্মের রাসচক্রের কারিগর ছিলেন।
আরও পড়ুন-গুন্ডাদের অবরোধে ক্ষুব্ধ মানুষ
দীর্ঘ অসুস্থতার পর শনিবার রাতে চলে গেলেন তিনি। ৪০ বছর ধরে তিনি রাসচক্র বানিয়ে আসছিলেন। আলতাফের প্রয়াণে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, আলতাফ হোসেনের প্রয়াণে আমি মর্মাহত। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। বাংলার যে ধর্মনিরপেক্ষ ঐতিহ্য তার অন্যতম ধারক-বাহক ছিলেন তিনি। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই। জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি শেষকৃত্যে পরিবারকে সবধরনের সাহায্য করার জন্য।