নির্দল হয়ে জয় পেলেও দলে নয়

Must read

প্রতিবেদন : পুরভোটে নির্দলদের নিয়ে প্রথম থেকে কড়া অবস্থান নিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এরই মধ্যে নির্দলদের মনোনয়ন প্রত্যাহার করার নির্দেশ দিলেও অনেকেই সে কাজ করেননি। ফলে এরই মধ্যে একাধিক নির্দল প্রার্থীকে বহিষ্কার করেছে দল। এই আবহে রবিবার জানিয়ে দেওয়া হল, জিতলেও আর তাঁদের দলে ফেরাবে না তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। রবিবার সাংবাদিক বৈঠক করে এ কথা স্পষ্ট জানান মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “দলের বিরুদ্ধে দাঁড়িয়ে, দলের প্রার্থীদের হারিয়ে জেতার স্বপ্ন দেখে যদি কেউ ভেবে থাকেন দলে ফিরে আসবেন, সেই ভাবনা সফল হবে না। কারণ যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তাঁরা জিতবেন না। তেমনই ফিরে আসাও হবে না।” রবিবার বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের উদ্দেশে এই ভাষাতেই কড়া বার্তা দেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন – দুয়ারে প্রার্থীরা প্রচারে গল্পও

তিনি বলেন, “অনেকেই তো বিজেপিতে গিয়ে আবার ফিরে আসার চেষ্টা করছেন। তাঁদের সবার জন্য দরজা হাট করে খুলে দেয়নি দল। নির্দল প্রার্থী হয়ে দলীয় প্রার্থীর ক্ষতি করবেন, আবার ফিরে আসার স্বপ্ন দেখবেন, দুটো এক সঙ্গে চলবে না। জেতার স্বপ্নও পূরণ হবে না। দলেও ফেরা যাবে না।” মনোনয়ন প্রত্যাহার করার জন্য প্রার্থীদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যে যাঁরা প্রার্থীপদ প্রত্যাহার করেছেন তাঁরা দলে রয়ে গিয়েছেন। আর যাঁরা এই সময়সীমার মধ্যে প্রার্থীপদ প্রত্যাহার করেননি তাঁদের বহিষ্কার করার প্রক্রিয়া চলছে।

Latest article