রাজ্য জুড়ে ১৭৫ কিলোমিটারের কৃতজ্ঞতার মানববন্ধন, আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির সাথে

তৃণমূল মহিলা কংগ্রেসের মেগা কর্মসূচি

Must read

প্রতিবেদন : নারীকল্যাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা-ভাবনা ও উদ্যোগের প্রতি ‘কৃতজ্ঞতা’ জানিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্য জুড়ে মেগা কর্মসূচি নিল তৃণমূল মহিলা কংগ্রেস। আগে ঠিক হয়েছিল ২৮ সেপ্টেম্বর হবে। জোড়া ঘূর্ণাবর্তে নিম্নচাপের জেরে বৃষ্টি হতে পারে তার জেরেই কর্মসূচির দিন বদল। ওই দিন বিকেল ৪টা থেকে কলকাতা-সহ রাজ্যের ৩৫টি সাংগঠনিক জেলায় মানববন্ধনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবে তৃণমূল মহিলা কংগ্রেস (TMC)। সংগঠনের সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, কন্যাশ্রী-রূপশ্রী-সহ বাংলায় নারীকল্যাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক উদ্যোগ নিয়েছেন তা বিশ্বমঞ্চে বন্দিত হয়েছে একাধিকবার। তাঁরই এই উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে এই কর্মসূচি। মন্ত্রীর সংযোজন— ৩০ সেপ্টেম্বর কলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মানববন্ধন হবে। ওই একই সময়ে রাজ্যের ৩৫টি সাংগঠনিক জেলাতেও এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সব মিলিয়ে মোট ১৭৫ কিলো মিটারের মানববন্ধন হবে ওই দিন। চন্দ্রিমার কথায়, এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘কৃতজ্ঞতা’। আর স্লোগান দেওয়া হয়েছে ‘আমার হাত, তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে’। তাঁর সংযোজন এখন পুজোর আগে মানুষজন কেনাকাটা করতে বেরোন। এছাড়াও নিত্যদিনের ভিড় তো আছেই। কারও অসুবিধা না করে এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে রাজ্য জুড়ে।

আরও পড়ুন- মাঝ সমুদ্রে ডুবে গেল ট্রলার, নিখোঁজ ৯ মৎসজীবী

Latest article