অমরনাথ যাত্রা (Amarnath Yatra) বানচাল করার বড়সড় পরিকল্পনা ভেস্তে দিল সেনাবাহিনী। রবিবার সকালে সেনা জওয়ানরা গুলি করে একটি ড্রোন (Drone) নামায়। ওই ড্রোনে ছিল সাতটি তাজা বোমা। সেনার দাবি, অমরনাথগামী (Amarnath Yatra) পুণ্যার্থীদের ওপর হামলা চালাতেই জঙ্গিরা ড্রোনে (Drone) করে বোমা ফেলার পরিকল্পনা করেছিল। জানা গিয়েছে, এদিন কাঠুয়ার রাজবাগ জেলায় তাল্লি হালিয়া চকের কাছে রুটিন তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। সে সময় আচমকাই তারা আকাশে একটি ড্রোনকে চক্কর কাটতে দেখে। সন্দেহ হওয়ায় তারা ওই ড্রোনটিকে গুলি করে নামায়। দেখা যায়, ড্রোনের মধ্যে সাতটি শক্তিশালী বোমা রয়েছে। সেনার অনুমান, সীমান্তের ওপার থেকে ড্রোনটি ভারতীয় ভূখণ্ডে এসেছিল। সময়মতো বোমাগুলি নিষ্ক্রিয় করা না গেলে বড় ধরনের বিপদ ঘটতে পারত। এদিনের ঘটনার পর অমরনাথ যাত্রার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: তিন সুইসাইড নোট লিখে আত্মঘাতী মহিলা বিচারক!