সংবাদদাতা, কোচবিহার : রাজ্য পুলিশের উপর আস্থা আছে। সিআইডি তদন্ত চাই। কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করে এমনটাই দাবি করলেন নিহত তৃণমূল কর্মী অমর রায়ের পঞ্চায়েত প্রধান মা। বুধবার তিনি সাগরদিঘির পাড়ে পুলিশ সুপারের অফিসে দেখা করেছেন৷ ছেলের খুনের বিচার চেয়ে কোচবিহার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছিলেন ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কুন্তলা রায়। এদিন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের সঙ্গে এব্যাপারে কথা বলেছেন নিহত অমরের পরিবারের সদস্যরা৷ ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তলা বলেন, পুলিশের ওপরে আস্থা আছে। আমরা চাই এই খুনের ঘটনার সঠিক তদন্ত হোক ও দোষীদের শাস্তি হোক।
আরও পড়ুন-ট্রাম্প-পুতিন বৈঠকের আগে আগ্রাসী রাশিয়া
শনিবার কোচবিহারের ২ ব্লকের ডোডেয়ারহাটে বাজার করতে এলে দিনদুপুরে অমরকে গুলি করে খুন করা হয়। তদন্তে নেমে পুন্ডিবাড়ি থানার পুলিশ অমরের সঙ্গী বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। দোষীরা এখনও অধরা। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে ডাউয়াগুড়িতে দফায় দফায় প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল৷ অমরের বাড়িতেও গিয়েছেন তৃণমূল নেতৃত্ব৷