প্রতিবেদন : নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (amartya sen) বাংলাভাষীদের ওপর অত্যাচার নিয়ে মুখ খুললেন। স্পষ্ট বললেন, বাঙালিদের ওপর অত্যাচার হলে তো আমার আপত্তি থাকবেই। বৃহস্পতিবার শান্তিনিকেতনে তিনি (amartya sen) বলেন, বাঙালি, পাঞ্জাবি কিংবা মারোয়াড়ি কারও উপরেই হামলা সমর্থনযোগ্য নয়। সব মানুষকে সম্মান দিতে হবে। দেশের মানুষের অধিকার রয়েছে আনন্দে থাকার। সংবিধান বলছে, একজন ভারতীয় নাগরিকের গোটা দেশের উপর অধিকার রয়েছে। রবীন্দ্রনাথ, নজরুল এ-ভাষাতেই কথা বলেছেন। এর মূল্য দিতে হবে।
আরও পড়ুন-মণিপুর জ্বলছে, নিরো বেহালা বাজাচ্ছে, মোদি শুধু বিদেশে ছুটছে