বঙ্গ

সময়ের প্রয়োজন, ধর্মনিরপেক্ষতা, অমর্ত্যর চিঠি

প্রতিবেদন : বাইরে থাকলেও শত ব্যস্ততার মধ্যে দেশের বিভিন্ন ইস্যু ও সমস্যা নিয়ে নিয়ত ভাবেন ভারতরত্ন ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। বাংলার ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর মতে, ধর্মভিত্তিক বিভাজন ছেড়ে এই মুহূর্তে বাংলায় নিরপেক্ষ রাজনীতির বড় প্রয়োজন।

আরও পড়ুন- বিবেকানন্দের ১৬১তম জন্মবার্ষিকী: স্বামীজিই আদর্শ, তাঁর দেখানো পথেই চলা

বাংলার ধর্মনিরপেক্ষ ঐতিহ্য বজায় রাখতে প্রয়োজনে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার বার্তাও দেন তিনি। শুক্রবার মেয়ে অন্তরা দেবসেনকে পাঠানো এক চিঠিতে বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ ও সার্বিক মূল্যায়ন তুলে ধরেন অমর্ত্যবাবু (Amartya Sen)। একই চিঠি বিশ্বভারতীর অধ্যাপক সংগঠন ভিবিউফা সভাপতি সুদীপ্ত ভট্টাচার্যকেও মেল করেছেন তিনি। তিনি এখন বিদেশে আছেন। শুক্রবার সেখান থেকেই পাঠানো মেলে তিনি লেখেন, ‘বাংলার প্রধান ইস্যু ধর্মনিরপেক্ষতার সপক্ষে রুখে দাঁড়ানো। প্রয়োজন শক্তিশালী প্রতিরোধ। বাংলায় ধর্মনিরপেক্ষতার দীর্ঘ ঐতিহ্য থাকা সত্ত্বেও তা সবসময় হয়ে ওঠে না। ধর্মভিত্তিক বিভাজন ছেড়ে নিরপেক্ষ রাজনীতির প্রয়োজন বাংলার। ধর্মনিরপেক্ষ রাজনীতিকে পরাজিত হতে দেওয়া হবে ভুল। বাংলার একতার চরিত্র আমাদের হারালে চলবে না।’ বাংলার মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতির তাৎপর্যও ওই চিঠিতে তুলে ধরেন তিনি। তাঁর কথায়, ‘‘আমার দাদু ক্ষিতিমোহন সেনের কথা মনে পড়ছে। তিনি বুঝিয়ে বলতেন, হিন্দু-মুসলিম ঐক্যের গুরুত্ব প্রাথমিকভাবে পরস্পরকে সহ্য করা নয়। তার থেকেও অনেক বেশি। বরং বলা যায় গুরুত্বটা হল একসঙ্গে কাজ করার। যেটা ঐতিহাসিকভাবে হয়ে এসেছে বিভিন্ন ক্ষেত্রে প্রাচুর্যময় সাহিত্য, প্রধান স্থাপত্য, বিরল কারুকার্য এবং অসংখ্য যৌথ সৃজনশীলতায়।’ লোকসভা ভোটের আগে বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে নোবেলজয়ী অর্থনীতিবিদের এই মূল্যায়ন বিশেষ অর্থবহ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago