প্রতিবেদন : সংবিধান বদল করতে যে সমস্ত আলোচনার প্রয়োজন ছিল তা করা হয়নি৷ মণিপুরের যা সমস্যা মধ্যপ্রদেশের তা সমস্যা নিশ্চয়ই নয়। একটা সংবিধান বদলাতে গেলে যে আলোচনা দরকার সেগুলো হয়নি, আক্ষেপ৷ আরও আলোচনার তো প্রয়োজন ছিল, তার প্রমাণ তো দেখি না৷ বক্তা নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। মোদি সরকারের তুঘলকি সিদ্ধান্ত নিয়ে তিনি বরাবরই একরোখা সমালোচক। এক্ষেত্রেও ন্যায় সংহিতা নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেছেন অশিতিপর অর্থনীতিবিদ।
আরও পড়ুন-দিনের কবিতা
এমনকী লোকসভা নির্বাচনের ফলাফল নিয়েও তীব্র কটাক্ষে বিঁধেছেন বিজেপিকে। তাঁর কথায়, ভোটের ফলাফলে স্পষ্ট, ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্র করার চক্রান্ত কিছুটা হলেও আটকানো গিয়েছে! বোলপুরে একটি সেমিনারে সভায় বক্তব্য রাখতে গিয়ে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে অমর্ত্য সেন বলেন, স্কুলে পর্যন্ত আলোচনা পৌঁছে গিয়েছিল৷ ভারতবর্ষকে কিভাবে হিন্দুরাষ্ট্র করা যায় এই আলোচনা হত। কিন্তু, আমাদের জানা দরকার হিন্দু-মুসলমানের মধ্যে পার্থক্য বাচ্চাদের মধ্যে একেবারেই নেই৷ তাই লোকসভা যে নির্বাচন হল আমাদের দেশে তাতে ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্র করার যে প্রচেষ্টা তা আটকানো গেল। ওরা এটা মানতে পারল না, যেখানে বড় মন্দির তৈরি হল সেখানে একজন সেকুলার দলের প্রার্থী, হিন্দু রাষ্ট্র গড়ার প্রার্থীকে হারিয়ে দিয়েছে। দেখুন, ভারতবর্ষ একেবারেই ধর্মনিরপেক্ষ দেশ নয়, তবে বহু ধর্মের দেশ তো বটেই, স্পষ্ট কথা নোবেলজীয় অধ্যাপক অমর্ত্য সেনের।