রেকর্ড সংশোধন করে অমর্ত্যর নামে পরচা

বৃহস্পতিবার শান্তিনিকেতন থেকে বিদেশ যাওয়ার আগে জানালেন অমর্ত্য। এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিশ্বভারতী কর্তৃপক্ষ।

Must read

সংবাদদাতা, বোলপুর : অমর্ত্য সেনের বসতবাড়ির জমির রেকর্ড সংশোধনে বিশ্বভারতীর আপত্তি সত্ত্বেও, প্রতীচী বাড়ির ১.৩৮ ডেসিমেল জমির পরচা অমর্ত্যর নামে নথিভুক্ত করল রাজ্য সরকার। প্রয়াত আশুতোষ সেনের উইল অনুযায়ী সম্পূর্ণ জমি অমর্ত্যর নামে রেকর্ড করল ভূমি ও ভূমিসংস্কার দফতর৷

আরও পড়ুন-বাইরনের প্রার্থিপদ বাতিলের জোরালো দাবি, যৌন নির্যাতন মামলা

বৃহস্পতিবার শান্তিনিকেতন থেকে বিদেশ যাওয়ার আগে জানালেন অমর্ত্য। এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী স্বয়ং বাড়ি গিয়ে অমর্ত্য সেনকে জমির কাগজপত্র দিয়ে এসেছিলেন। তার পরও বিশ্বভারতী জমি ফেরত চেয়ে নোটিস পাঠিয়েছিল। ২০ ফেব্রুয়ারি শুনানির জন্য বিএলআরও অফিসে দুপক্ষকে ডাকাও হয়েছিল। বৃহস্পতিবার আমেরিকার উদ্দেশে রওনা হলেন অমর্ত্য। ফের জুলাই মাসে আসবেন৷ অমর্ত্যের বক্তব্য, উত্তরাধিকার সূত্রে শান্তিনিকেতনের ওই জমির মালিক তিনিই। এ নিয়ে নতুন করে মীমাংসার প্রয়োজন নেই।

Latest article