বেলাইন আমতা লোকাল, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

বৃহস্পতিবার মাজু স্টেশনে ঢোকার আগে জগৎবল্লভপুরের যাদববাটির কাছে বেলাইন হয়ে যায় আমতাগামী লোকাল ট্রেনের কামরা।

Must read

১৫ দিনের মধ্যে আবার একই ঘটনা। খড়গপুরের পর এবার বেলাইন হল আমতা লোকাল (Amta local)। বৃহস্পতিবার দুপুরে মাজু স্টেশনের কাছে ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় ৩ জন যাত্রী আহত হয়েছেন। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনাস্থলে শুরু হয়েছে উদ্ধারকাজ। প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।

আরও পড়ুন-চিকিৎসার জন্য এসএসকেএমে গেলেন রাজ্যপাল আনন্দ বোস

বৃহস্পতিবার মাজু স্টেশনে ঢোকার আগে জগৎবল্লভপুরের যাদববাটির কাছে বেলাইন হয়ে যায় আমতাগামী লোকাল ট্রেনের কামরা। ঘটনায় ৩ জন যাত্রীর আঘাত লেগেছে। ঘটনাস্থলে পৌঁছয় রেলের বাহিনী। এর ফলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রেলের উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। ঘটনার তদন্তে বিশেষ কমিটি গঠন করেছে রেল।

আরও পড়ুন-দুর্ঘটনা থেকে পথচারী-রক্ষার্থে কী করলেন হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি?

প্রসঙ্গত গত ১১ ফেব্রুয়ারি খড়গপুর স্টেশনের কাছে একইরকমভাবে লাইনচ্যুত হয়েছিল একটি লোকাল ট্রেন। এই নিয়ে ১৫ দিনে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া শাখায় দ্বিতীয়বার লোকাল ট্রেন বেলাইন হল। রক্ষণাবেক্ষণের এভাবে না চালকের অসতর্কতা, সেই নিয়ে হবে তদন্ত।

Latest article