আজ আইপিএল (IPL 2023) মেগা ফাইনাল। যদিও বৃষ্টির জন্য আটকে আছে আজকের খেলা। কিন্তু মেগা ফাইনালে মাঠে নামার আগে অবসর (retirement) ঘোষণা অম্বাতি রায়াডুর (Ambati Rayadu)। জাতীয় দল থেকে যদিও তিনি আগেই অবসর নেন। আইপিএলে খেলা থামান নি তিনি। যদিও এ বার দেশের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগেও দেখা যাবে না অম্বাতি রায়াডুকে। আজই শেষ বারের জন্য মাঠে নামছেন তিনি। ১৪ বছর ধরে আইপিএল খেলার পর অবশেষে খেলা ছাড়ার সিদ্ধান্ত নিলেন। সোশ্যাল মিডিয়াতে নিজের অবসরের কথা জানান রায়াডু।
আরও পড়ুন-‘দলীয় নেতাদের ‘ইগো’কে প্রশ্রয় দেওয়া হবে না’ পশ্চিম মেদিনীপুর থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
এদিন নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ‘২টো মহান দল মুম্বই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস। ২০৪ ম্যাচ, ১৪ মরসুম, ১১ প্লে অফ, ৮ ফাইনাল, ৫টা ট্রফি। আশা করি আজ হয়তো ষষ্ঠ ট্রফিটা আসবে। আজকের ম্যাচই আইপিএল কেরিয়ারে আমার শেষ ম্যাচ। এই টুর্নামেন্টে এত বছর ধরে খেলে বেশ উপভোগ করেছিল। সবাইকে ধন্যবাদ। আর ফিরব না।’
আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসের নয়া চিন্তাধারা, রেডিওতে ‘তৃণমূলে নবজোয়ার’
প্রসঙ্গত ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন রায়াডু। এরপর চেন্নাই সুপার কিংসে আসেন। মুম্বইয়ের জার্সিতে জিতেছেন ৩টে ট্রফি। চেন্নাইয়ের হয়ে ২টো আইপিএল জিতেছেন।