প্রতিবেদন : খোদ মোদিরাজ্যেই অবমাননা সংবিধান-প্রণেতাকে। ভেঙে দেওয়া হল আম্বেদকরের (Ambedkar) মূর্তি। ঘটনাটি ঘটেছে আমেদাবাদ শহরে কে কে শাস্ত্রী কলেজের কাছে। বিকৃত করা হয়েছে বাবাসাহেবের মূর্তি। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে রাজ্যজুড়ে। ব্যাপক বিক্ষোভ হয় এলাকায় এলাকায়। দায়ী করা হয়েছে মোদি এবং রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের অপদার্থতাকেও। এর নেপথ্যে গেরুয়া চক্রান্তের অভিযোগও উঠেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই ঘটনায় আসল অপরাধীদের এখনও খুঁজেই বের করেনি গেরুয়া পুলিশ। ব্যবস্থা নেওয়া তো দূরের কথা। আইওয়াশ করতে দু’জনকে ধরা হলেও এই ঘটনায় ধৃতদের জড়িত থাকা নিয়ে নিশ্চিত নয় পুলিশই।
সংসদে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে সংবিধান রচয়িতা বি আর আম্বেদকরের (Ambedkar) নাম তুলে ধরে অবমাননাকর মন্তব্য করেছেন, তাতে দেশ জুড়ে প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। সেই পরিস্থিতিতে নিজে থেকে ক্ষমা তো চাননি অমিত শাহ, বরং অমিত শাহের কথাকে সমর্থন জানাতে সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থাৎ পরোক্ষভাবে শাহের অপরাধকেই সমর্থন করেছেন মোদি। এবার তাঁর রাজ্যেই ভাঙা হল আম্বেদকরের মূর্তি।
গুজরাতে দীর্ঘদিন মোদি, পরিণতিতে সংবিধানের অস্তিত্ব যে সেখানে কার্যত বিপন্ন তা প্রমাণ করল আম্বেদকরের মূর্তি ভাঙার ঘটনা। আমেদাবাদ শহরের কে কে শাস্ত্রী কলেজের কাছে জয়ন্তীলাল উকিল চালিতে সোমবার সকালে বি আর আম্বেদকরের মূর্তি নাক ভাঙা অবস্থায় দেখা যায়। স্পষ্ট বোঝা যায়, মূর্তিকে কুৎসিত চেহারা দিয়ে সংবিধান রচয়িতাকে অপমান করাই ছিল লক্ষ্য। স্থানীয়দের দাবি, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ভাঙা হয়েছেন মূর্তি।