হরিণঘাটায় অ্যাম্বুল্যান্স এবং লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩

কল্যাণীর হরিণঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত তিন জন প্রাণ হারালেন। আহত অবস্থায় আরও চার জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Must read

কল্যাণীর হরিণঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত তিন জন প্রাণ হারালেন। আহত অবস্থায় আরও চার জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর। হাসপাতাল সূত্রে খবর তাঁদের অবস্থা বেশ আশঙ্কাজনক। শনিবার গভীর রাতে ১২ নম্বর জাতীয় সড়কের জাগুলি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। ঝাড়খণ্ডের পাকুড় থেকে অ্যাম্বুল্যান্সটি রোগী নিয়ে কলকাতা যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা ১২ চাকার একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। নিমেষের মধ্যে অ্যাম্বুল্যান্সটি দুমড়ে-মুচড়ে যায়। লরিটিও ক্ষতিগ্রস্ত। ভিতরে থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন।

আরও পড়ুন-সেনাবাহিনীতে নিয়োগের নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে পুণে থেকে ধৃত এক

ঘটনা দেখে প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়েছে। অবস্থায় চার জনকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তারা চিকিৎসাধীন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঠিক কী ভাবে দুর্ঘটনা ঘটল আর কেনই বা হল সেটা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আহত এবং মৃতেরা প্রত্যেকেই ঝাড়খণ্ডের পাকুর এলাকার বাসিন্দা। মৃতদের পরিবারের সদস্যরা আজ সকালে কল্যাণী পৌঁছেছে।

Latest article