সংবাদদাতা, দার্জিলিং : ২০ মাস বন্ধ থাকার পর শ্রম দফতরের উদ্যোগে খুলে গেল কার্শিয়াংয়ের আম্বুটিয়া চা-বাগান। কাজে ফিরলেন কয়েকশো শ্রমিক। এই প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক বলেন, এই নিয়ে ১৮টি বন্ধ চা-বাগান খুলে গেল। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর(এসওপি) তৈরি হওয়ার পরই মিটছে শ্রমিক সমস্যা। খুলছে বন্ধ বাগানগুলি। চা-শ্রমিকরা ফের কাজে ফিরছেন, তাঁদের অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী। উল্লেখ্য, ১০ অক্টোবর ২০২৩ সালে বাগান বন্ধের নোটিশ দিয়ে বেপাত্তা হয়ে যান মালিক। রোজগার চলে যাওয়ায় মাথায় হাত পড়েছিল কয়েকশো শ্রমিকের। বন্ধ বাগানটি খোলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উদ্যোগ নেয় শ্রম দফতর। দফায় দফায় শ্রমিক সংগঠনগুলির সঙ্গে চলে বৈঠকও। গত ১৮ জুলাই দার্জিলিং জেলার শ্রম দফতরে ছয়টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। বেরিয়ে আসে সমাধানসূত্র। অবশেষে মঙ্গলবার চা-বাগানটি খুলে যায়। প্রসঙ্গত, এভাবেই কয়েকজন অসাধু মালিক হঠাৎ করেই চা-বাগান বন্ধ করে দিচ্ছিলেন। বিশেষ করে বোনাস ঘোষণার পর বাগান ছেড়ে চলে যাচ্ছিলেন মালিকরা। তখন বেতন পাচ্ছিলেন না শ্রমিকরা। বিপদে পড়ছিলেন। ঠিক তখনই চা-শ্রমিকদের কথা ভেবে এসওপি(স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর) চালু হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। এর ফলেই চা-বাগান শ্রমিকদের সমস্যা মিটছে। বাগান খোলার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন শ্রমিকরা।
আরও পড়ুন: আকাশ জেতালেন ডায়মন্ড হারবারকে
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…